ব্যুরো নিউজ,২৯ মার্চ : দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম অব্যাহত। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে, আর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তি। শুক্রবার (২৮ মার্চ) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি বেশি। আর্দ্রতার মাত্রাও বেশি থাকায় গরমের অস্বস্তি আরও তীব্র হয়েছে।শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার পর থেকেই সূর্যের তেজ বাড়তে শুরু করে। দুপুরের দিকে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লু বইতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি বাড়তে পারে। পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
এবছরের প্রথম সূর্যগ্রহণ ২৯ শে মার্চ, জানুন গ্রহণের সময়সূচী
কলকাতার তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে, যা ২৬.৪ ডিগ্রির আশপাশে থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে আগামী কয়েকদিন গরমের তীব্রতা আরও বাড়তে পারে।
IPL 2025 রাজস্থানের বিরুদ্ধে কলকাতার ম্যাচ, আবহাওয়া কেমন থাকবে কি বলছে বিশেষজ্ঞরা !
উত্তরবঙ্গে সাময়িক স্বস্তির ইঙ্গিত
যখন দক্ষিণবঙ্গ দাবদাহে পুড়ছে, তখন উত্তরবঙ্গে কিছুটা স্বস্তির আশা দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার (৩০ মার্চ) দার্জিলিংয়েও বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।চরম গরমের মধ্যে বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে বের হলে ছাতা, সানগ্লাস ও ক্যাপ ব্যবহার করতে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে বলা হয়েছে। শিশু ও বৃদ্ধদের বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের মানুষদের আপাতত দাবদাহ সহ্য করতেই হবে, কারণ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গে কিছু জায়গায় সাময়িক স্বস্তি এলেও সেখানে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। গরম থেকে কবে মুক্তি মিলবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।