ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ একই দিনে চিকিৎসকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। প্রথম চিঠিতে তিনি চিকিৎসক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবারের ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা।
অনশনের পর জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যের স্বাস্থ্য সঙ্কটজনক
কি লিখেছেন চিঠিতে তিনি ?
মুখ্যসচিব তার ইমেলে ১১ অক্টোবর কলকাতা হাই কোর্টের একটি নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী মঙ্গলবার রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম ঘটে এবং আগতদের নিরাপত্তার কথা মাথায় রেখে ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।আগামী মঙ্গলবার কলকাতার বিভিন্ন পুজোর প্রতিমা নিয়ে রেড রোডে এই পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। একই দিনে, আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানাতে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডেকেছিল ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’। রানি রাসমণি রোড ও রেড রোডের দূরত্ব খুবই কম হওয়ায় প্রশাসন অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।মুখ্যসচিব চিকিৎসকদের ইমেলে বলেন, রাজ্য সরকার আয়োজিত পুজোর কার্নিভাল একটি বৃহৎ অনুষ্ঠান, যেখানে হাজার হাজার মানুষ অংশ নেন। বিদেশ থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিও এই সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী হতে আসেন। তাই ‘দ্রোহের কার্নিভাল’-এর মতো কর্মসূচির কারণে দুর্গাপুজোর কার্নিভালে আসা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
বিদায়ের মুহূর্তে রাফায়েলকে শুভেচ্ছা জানালেন রজার ফেডেরার
প্রসঙ্গত, তিনি রবিবার বিকেলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন। সেই বৈঠক সোমবার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে প্রতিটি সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন।