ব্যুরো নিউজ, ৮ জুলাই: একনাগারে বৃষ্টি। বৃষ্টির জেরে পিছল রাস্তা। তার মধ্যেই স্পিড তুলতে গিয়েছিলেন বাস চালক। আর তাতেই কেলেঙ্কারি!
জঙ্গিদের আত্মগোপনে নতুন কৌশল! আলমারিতে বাঙ্কার? তারপর?
প্রাইভেট বাসটিতে ছিল স্কুল পড়ুয়ারা। সপ্তাহের প্রথম দিনে রোজকার মত আজও স্কুলেই যাচ্ছিল তারা। কিন্তু অত্যাধিক স্পিডই হল কাল!
জানা গিয়েছে, ওই বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। পিছল রাস্তায় অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস চালক। মোড় আসতেই হঠাৎ ব্রেক, আর তাতেই উল্টে যায় বাসটি। বাসে কমবেশি ৭০ জন পড়ুয়া ছিল। তারমধ্যে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় তৎপর CBI! ‘মিডলম্যান’ অয়ন শীল ঘনিষ্ঠ দেবেশকে তলব
দুর্ঘটনাটি ঘটে হরিয়ানার পঞ্চকুলায়। পিঞ্জরের নাউলটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত পড়ুয়াদের উদ্ধার করে পিঞ্জর ও সেক্টর সিভিল হাসপাতালে পাঠানো হয়। ঘবর দেওয়া হয় পুলিশেও।