ব্যুরো নিউজ ,২ মে: ভারতে বিশাল সংখ্যক অনুরাগীর মন জয় করে নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সম্প্রতি পহেলগাঁও কাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় নিন্দা করেছিলেন। তবে এ ঘটনায় তার নামে ছড়িয়েছে এক ভুয়ো বার্তা। দাবি করা হয়েছিল, হানিয়া নাকি পাকিস্তানি সেনাকে দোষারোপ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আবেদন করেছেন। এই খবর মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়।
ভাইরাল হওয়া মন্তব্যে দাবি করা হয়েছিল
তবে এই দাবিকে সরাসরি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। হানিয়া একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, এই বক্তব্য কখনওই তাঁর নয়। তিনি লেখেন, ‘‘সাম্প্রতিক সময়ে আমার নামে একটি ভুয়ো মন্তব্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, এই ধরনের কিছু বলিনি। এই কথাগুলোর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। পুরো বিষয়টাই সাজানো এবং ভিত্তিহীন।’’
ভাইরাল হওয়া মন্তব্যে দাবি করা হয়েছিল, হানিয়া বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করছি। পাকিস্তানের সাধারণ নাগরিক হিসেবে জানাতে চাই, আমরা ভারতীয়দের ক্ষতি করিনি। এই হামলার নেপথ্যে কিছু জঙ্গি এবং পাকিস্তানি সেনার ভূমিকা রয়েছে। দয়া করে সাধারণ মানুষকে শাস্তি দেবেন না, ব্যবস্থা নিন অপরাধীদের বিরুদ্ধে।’’
পহেলগাঁও কাণ্ডে হাফিজ সইদের নাম জড়াল! লাহৌরে নিরাপত্তা চাদরে মোড়া লশকর প্রধানের ঘর
এই কথাগুলো হানিয়ার নাম করে ছড়ানো হলেও, অভিনেত্রীর বক্তব্য পরিষ্কার—এসবই মিথ্যা প্রচার। তিনি আরও জানান, এই মন্তব্য তাঁর ব্যক্তিত্ব ও বিশ্বাসের সম্পূর্ণ বিরোধী। হানিয়া বলেন, ‘‘আমার ভাবমূর্তি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এই নকল মন্তব্যের মাধ্যমে।’’
তবে হানিয়া শুধু ভুয়ো খবরের প্রতিবাদই করেননি, পহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি লেখেন, ‘‘ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও মর্মান্তিক। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারদের প্রতি আমার আন্তরিক সহানুভূতি রইল। এই ধরনের পরিস্থিতিতে দরকার সহানুভূতি ও মানবিকতা, রাজনীতি নয়।’’
ইতিহাসে প্রথম! কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সরে দাঁড়ালেন জনস্বার্থ মামলার শুনানি থেকে
তিনি আরও বলেন, ‘‘একটা দেশের মানুষকে মৌলবাদীদের কর্মকাণ্ড দিয়ে বিচার করা ঠিক নয়। এমন যন্ত্রণার সময়ে সংবেদনশীলতা দেখানো উচিত, ঘৃণা নয়।’’
ভারতে তাঁর ফ্যানদের জন্য দুঃসংবাদও রয়েছে। হানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনা নিয়েও তিনি কোনও বিরূপ প্রতিক্রিয়া দেননি। বরং বারবার শান্তি এবং মানবিকতার পক্ষেই সওয়াল করেছেন।
নেটিজেনরা ইতিমধ্যেই বিভ্রান্তিকর বার্তাটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। হানিয়ার স্পষ্ট বিবৃতির পর, তাঁর অনুরাগীরা আবারও পাশে দাঁড়িয়েছেন প্রিয় অভিনেত্রীর।



















