ব্যুরো নিউজ,১৮ ডিসেম্বর:জীবনে সফলতা অর্জন করা প্রত্যেকেরই স্বপ্ন। এই লক্ষ্য পূরণে মানুষ কঠোর পরিশ্রম করে, নানা পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু কখনও কখনও এত প্রচেষ্টা সত্ত্বেও সফল হওয়া কঠিন হয়ে পড়ে। এর পেছনে কিছু বদ অভ্যাস বড় ভূমিকা পালন করে। প্রখ্যাত প্রেরণাদায়ী বক্তা গৌড় গোপাল দাস জানিয়েছেন, কিছু নির্দিষ্ট অভ্যাস ত্যাগ করলেই জীবনে সফল হওয়া সহজ হয়।
ক্যাটারিং প্রতারণায় বিয়ে বাড়িতে খাদ্য সংকট, মামলা গড়ালো থানা পর্যন্ত
১. অন্যের মতামত নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন:
অনেকেই কাজের আগেই ভাবতে থাকেন, “লোকেরা কী বলবে?” এই মানসিকতা আপনাকে সফলতার পথে বাধা দিতে যথেষ্ট। গৌড় গোপাল দাসের মতে, মানুষের বিচার বা মতামত নিয়ে বেশি চিন্তা না করে নিজের লক্ষ্যের প্রতি মনোযোগ দিন।
২. নেতিবাচকতা থেকে দূরে থাকুন:
জীবনে ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেটিকে নিজের দুর্ভাগ্য বলে ধরে নিয়ে চেষ্টা বন্ধ করবেন না। যতবারই ব্যর্থ হোন না কেন, ইতিবাচক মানসিকতা বজায় রেখে আবার শুরু করুন। দেরিতে হলেও সফলতা আপনার কাছেই আসবে।
কেন পাবলিক টয়লেটের দরজার নীচে ফাঁক রাখা হয় জানেন? জানুন কারণ
৩. “সঠিক সময়” এর অপেক্ষা করবেন না:
অনেকে জীবনের সেরা সময়ের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলেন। আসলে ভালো সময় বা খারাপ সময় কিছুই নেই। আপনার ইতিবাচক চিন্তাভাবনা এবং নিরলস প্রচেষ্টাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে।
৪. চ্যালেঞ্জ থেকে পালাবেন না:
চ্যালেঞ্জ বা সমস্যা থেকে পালিয়ে গেলে সেগুলো আরও বড় হয়ে আপনার সামনে আসবে। সাহসিকতার সঙ্গে সমস্যার মোকাবিলা করুন। মনে রাখবেন, এমন কোনো চ্যালেঞ্জ নেই যার সমাধান সম্ভব নয়।
শিশুর জেদ কীভাবে মোকাবিলা করবেনঃ রইল মনোবিদের পরামর্শ
৫. দায়িত্ব এড়িয়ে যাবেন না:
নিজের দায়িত্ব পালনে গাফিলতি করা জীবনে পিছিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ। গৌড় গোপাল দাসের মতে, সফলতা তাদের কাছেই আসে যারা দায়িত্ব নিয়ে তা নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে।
সাফল্য অর্জন কঠিন হতে পারে, তবে এই অভ্যাসগুলো পরিবর্তন করলে পথ অনেকটাই সহজ হবে। তাই আজই নিজের বদ অভ্যাসগুলো চিহ্নিত করুন এবং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যান।