রাঁধুনির হৃদরোগে মৃত্যু

ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:গুজরাটের বানসকাঁথা জেলার ধনেরা তালুকের সমরভাদা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিয়ের ভোজের জন্য লাড্ডু বানানোর পরিবর্তে কাজু কাটলি তৈরি করায় রাঁধুনি সুখদেব প্রজাপতি (৪২) মারধরের শিকার হন। এরপর আঘাত পেয়ে হৃদরোগে তার মৃত্যু হয়।

মন্দারমণির বেআইনি হোটেল ভাঙা স্থগিত, নতুন শুনানি জানুয়ারিতে

আইনি ব্যবস্থা


জানা গেছে পেশাদার রাঁধুনি সুখদেব বিয়ের ভোজের দায়িত্বে ছিলেন। স্থানীয় দেব মহেশ্বরী তার সঙ্গে চুক্তি করেছিলেন। তবে শনিবার মহেশ্বরীর কয়েকজন আত্মীয় লাড্ডুর বদলে কাজু কাটলি দেখে ক্ষুব্ধ হন। বচসার এক পর্যায়ে তিনজন মিলে প্রজাপতিকে গালিগালাজ ও মারধর করেন। মারধরের পর সুখদেব মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর

পুলিশ জানিয়েছে সুখদেব দুটি অর্ডার পেয়েছিলেন যা তাকে বিভ্রান্ত করেছিল। কাজু কাটলি তৈরি করায় খরচ বেড়ে যাওয়ায় বিরোধ শুরু হয়। ধনেরা থানার ইন্সপেক্টর এটিপি প্যাটেল বলেছেন মারধরের সময় প্রজাপতি বিড়ি খাচ্ছিলেন। প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে হৃদরোগে মৃত্যুর কথা বলা হয়েছে।এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবার এখনও লিখিত অভিযোগ দায়ের না করলেও পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সব দিক থেকেই তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর