ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি গোবিন্দ ও সুনীতা আহুজার বিচ্ছেদের খবর এখন মায়ানগরীতে চর্চার বিষয় হয়ে উঠেছে। গত কয়েক মাস ধরে সুনীতা আহুজা নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, যা থেকে অনেকেই ধারণা করেছিলেন যে তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না। কখনও একাকিত্বের কথা বলেছেন, কখনও আবার স্বামীকে আকারে ইঙ্গিতে দোষারোপ করেছেন।
কুম্ভমেলায় শিবরাত্রির পুণ্যস্নানঃ ভিড়ের মধ্যে ব্যবস্থাপনার চেষ্টায় সফলতা
বিচ্ছেদ চেয়ে আবেদন
এরই মধ্যে, এই তারকা দম্পতির ৩৭ বছরের দাম্পত্য জীবনে বড় পরিবর্তন আসছে। সুনীতা বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন, যা এখনো আলোচনার শীর্ষে রয়েছে।তবে গোবিন্দ ও সুনীতার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ মহল এই বিচ্ছেদের খবরকে মেনে নিতে পারছে না। তাঁদের মতে, এই খবর শুধুই গুঞ্জন। গত কয়েক মাসে সুনীতা কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু সেগুলো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের দিকে ইঙ্গিত দেয় না।
এদিকে, তাঁদের আইনজীবী ললিত বিন্দাল জানিয়েছেন, সুনীতা প্রায় ছয় মাস আগে বিচ্ছেদের আবেদন করেছিলেন। তবে বিচ্ছেদ নিয়ে শেষ মুহূর্তে কোনো ঘোষণা হয়নি, এবং এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি, গোবিন্দের পায়ে গুলি লাগে। সেই কঠিন সময়েও সুনীতা তাঁকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পাশে ছিলেন। তিনি বলেন, ‘‘এমনটা দম্পতিদের মাঝে মাঝে হয়। যদিও আমরা নতুন বছরের প্রথমে একসঙ্গে নেপাল গিয়েছিলাম এবং তখন সবকিছু ভালো ছিল।’’
মহাকুম্ভ মেলাঃ সাফল্যের সঙ্গে শেষ হল ৪৫ দিনের ঐতিহাসিক আয়োজন
এছাড়া, সুনীতার ম্যানেজারও বিচ্ছেদের খবর মিথ্যা দাবি করেছেন। তিনি বলেন, “এটা শুধুই গুজব। সুনীতা ও গোবিন্দ ভালো আছেন।” গোবিন্দ নিজে বলেছেন, “বর্তমানে আমি বেশ কিছু ব্যবসায়িক কাজের মধ্যে ব্যস্ত। ছবির কাজও আসছে। তাই আমি আপাতত অন্য কিছু নিয়ে চিন্তা করতে পারছি না।”অতএব, গোবিন্দ ও সুনীতা বিচ্ছেদ নিয়ে প্রচুর গুঞ্জন থাকলেও, এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণার অপেক্ষায় সবাই।