গোবিন্দা ও সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের গুঞ্জন?

ব্যুরো নিউজ,২৬ ফেব্রুয়ারি :বলিউডের অন্দরে বহু বছর ধরে চলতে থাকা গোবিন্দ ও তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের সম্পর্কের অশান্তি এবং বিতর্ক এবার নতুন করে আলোচনায় এসেছে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা এবং ক্রুষ্ণা একাধিকবার প্রকাশ্যে তিক্ত বাক্য বিনিময় করেছেন, একে অপরকে পরিবারে অশান্তি সৃষ্টির জন্য দায়ী করেছেন। সুনীতা বারবার অভিযোগ করেছেন, ক্রুষ্ণার স্ত্রী কশ্মীরা শাহের কারণে পারিবারিক সম্পর্ক নষ্ট হয়েছে। তাঁর মতে, কশ্মীরা শাহের বিয়ের পর থেকেই এই অশান্তি শুরু হয়, যার ফলে দীর্ঘ সাত বছর গোবিন্দ এবং ক্রুষ্ণার সম্পর্ক তলানিতে পৌঁছেছিল।

উত্তর-পশ্চিম কঙ্গোয় অজানা রোগে ৫৩ জনের মৃত্যু, উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সম্পর্কের উন্নতি হয়েছে?

তবে এক অনুষ্ঠানে ক্রুষ্ণার বোন আরতির বিয়েতে গোবিন্দা তার পরিবারের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এবং সেখানেই মামাশ্বশুর ও মামিশাশুড়ির মধ্যে কিছুটা সম্পর্ক মেরামত হয়। কশ্মীরা শাহ নিজেই এই বিষয়টি পরিষ্কার করেছেন এবং বলেন যে তিনি ভুল বোঝাবুঝি মেটানোর জন্য চেষ্টা করেছেন। তবে সুনীতা এবং গোবিন্দার মধ্যে সম্পর্কের কোনো উন্নতি হয়নি।

সম্প্রতি, গুঞ্জন উঠেছে গোবিন্দা এবং সুনীতার ৩৭ বছরের দাম্পত্য জীবনে বড় ধরনের অশান্তি দেখা দিয়েছে। খবর উঠেছে যে, গোবিন্দা এবং সুনীতার ছাদ আলাদা হয়ে গেছে, তারা একই বাড়িতে থাকেন না। এমনকি, গোবিন্দা পরকীয়ায় জড়িয়েছেন বলে জানা গেছে এবং তার প্রেমিকা সুনীতার থেকে অনেক বয়সে ছোট। এই সম্পর্কের কারণে গোবিন্দা এবং সুনীতার বিবাহে চিড় ধরেছে বলে শোনা যাচ্ছে।

মুখভর্তি ঘন দাড়ি রাখতে চান? এই সহজ টিপসগুলো মেনে চলুন!

তবে সুনীতার সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেলেও, এখনও কেউ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। গোবিন্দা ও সুনীতার পরিবারও এই খবর মেনে নিতে অস্বীকার করেছেন। কশ্মীরা শাহ বলেন, ‘‘আমার বা ওদের জীবনের ব্যাপারে আমার কোনো ধারণা নেই, তবে এটা যে ভয়ঙ্কর একটা গুজব, সেটা আমি বলতে পারি।’’ একে অপরের বিচ্ছেদ প্রসঙ্গে ক্রুষ্ণা অভিষেকও কিছু বলছেন না, তিনি এ বিষয়ে কোনো গুজবকেই গুরুত্ব দিচ্ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর