ব্যুরো নিউজ, ২ অক্টোবর :মঙ্গলবার ভোরে বলিউডের প্রখ্যাত অভিনেতা গোবিন্দা দুর্ঘটনাবশত নিজের লাইসেন্সধারী রিভলবারে গুলিবিদ্ধ হন। তবে প্রশ্ন উঠছে, তখন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা কোথায় ছিলেন? ঘটনা ঘটার সময় সুনীতা বাড়িতে ছিলেন না। তিনি মুম্বই থেকে চার ঘণ্টা দূরে জয়পুরে ছিলেন। গোবিন্দার ম্যানেজার সৌরভ প্রজাপতি জানিয়েছেন, সুনীতা ২৯ সেপ্টেম্বর খাটুশ্যাম বাবার দর্শনে গিয়েছিলেন। ৩০ সেপ্টেম্বর বিকেলে মন্দিরে যান।
রাজস্থানে পানীয় জল সরবরাহ বন্ধ কোবরার কাণ্ড
গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা কোথায় ছিলেন?
গোবিদের দুর্ঘটনার খবর তিনি ১ অক্টোবর দুপুর ২টোর দিকে জানতে পারেন। সৌরভ জানান, সুনীতা সকাল সাড়ে ৯টায় জয়পুর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন । গোবিন্দার স্বাস্থ্য এখন স্থিতিশীল। গোবিন্দার মেয়ে টিনা আহুজা হাসপাতালে এসে পৌঁছান। যদিও তিনি মুখে কাপড় এবং চোখে সানগ্লাস পরে ছিলেন।
মহালয়ায় দেবীপক্ষের সুচনার আনন্দের মাঝে আরজি কর কাণ্ডের প্রতিবাদ
গোবিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। উল্লেখ্য, গোবিন্দা ‘কুলি নং ১’, ‘হিরো নং ১’, ‘দুলহে রাজা’ এবং ‘পার্টনার’ সহ ১৬৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৬ সালে ‘লভ ৮৬’ দিয়ে বলিউডে তার যাত্রা শুরু হয়। তিনি ২০২৪ সালে লোকসভা নির্বাচনের শিবসেনায় যোগদান করেছেন।