সুনীতার মতে ডেভিড ধাওয়ানের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ

ব্যুরো নিউজ,৮ জানুয়ারি:গোবিন্দা এবং ডেভিড ধাওয়ান—বলিউডের এই দুই আইকনিক তারকা এবং পরিচালক জুটি বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, যেমন ‘হিরো নং ১’, ‘রাজা বাবু’, ‘সাজন চলে শসুরাল’ ইত্যাদি। কিন্তু তাঁদের মধ্যেও কিছু সময় সমস্যা তৈরি হয়েছিল। সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা একটি সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে কথা বলেছেন।

আবাস যোজনার টাকার জালিয়াতি! তৃণমূল নেত্রীর পুত্রের বিরুদ্ধে অভিযোগ

নেতিবাচক প্রভাব

সুনীতা জানান, তাঁর স্বামীর চারপাশের কিছু নেতিবাচক প্রভাব ডেভিড ধাওয়ানের সঙ্গে তাঁদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। সুনীতা বলেন, “ডেভিড ধাওয়ান আমার বাবার মতো। সেই সময় অনেক অভিনেতার চারপাশে কিছু ‘চামচা’ ছিল যারা ভুল বোঝাবুঝি তৈরি করত। ডেভিড এবং গোবিন্দার মধ্যে ভালো সম্পর্ক দেখে অনেকে ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। আর যখন চারপাশে নেতিবাচক মানুষ থাকে, তখন সে নেতিবাচকতা আপনার মধ্যে চলে আসবেই।” সুনীতা আরও জানান যে, ৯০-এর দশকে ডেভিড ধাওয়ান গোবিন্দাকে পরামর্শ দিয়েছিলেন সেকেন্ড লিড রোলে কাজ করার জন্য, কারণ তখন কেবল নায়ক হয়ে ছবি চলতো না। সে সময়ে ‘বড়ে মিয়াঁ ছোট মিয়াঁ’ সিনেমায় সেকেন্ড লিড রোলে অভিনয় করেছিলেন গোবিন্দা, এবং তাঁর কাজও প্রশংসিত হয়েছিল।

হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে মন্ত্রীসভার সঙ্গে ট্যাক্সি সংগঠনের বৈঠক

তবে, সুনীতার মতে, এরপর গোবিন্দার চারপাশের মানুষ তাকে উস্কে দিয়েছিল, যা তাঁর জীবনে সমস্যা তৈরি করেছিল। তাঁরা বলেছিলেন, “তুমিই নায়ক”, যা গোবিন্দার মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছিল।সুনীতা বলেন, “গোবিন্দা এখনও ৯০-এর দশকেই আটকে আছেন। তাই তাঁর সন্তানরা তাঁর উপদেশ শোনে না। আমি বর্তমান সময়ের উপযোগী পরামর্শ দিই, আর আমরা তাঁকে বলি ৯০-এর দশক থেকে এগিয়ে যেতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর