রাজ্যপালের মন্তব্যে তৃণমূলের পাল্টা জবাব

ব্যুরো নিউজ,২০ নভেম্বর:রাজ্যপালের মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছুদিন আগে রাজভবনের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ওঠে, যা রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করে। এরপর কলকাতা পুলিশের বিরুদ্ধে রাজ্যপালের নরমে-গরমে মন্তব্যেও বিতর্কের নতুন দিক আসে।

কৃষ্ণনগরে পুলিশের বাধায় সুকান্ত মজুমদারের বেলডাঙ্গা যাত্রা বিপর্যস্ত, তীব্র প্রতিবাদ

রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক


রাজ্যপাল সিভি আনন্দ বোস কসবা কাণ্ডের পর কলকাতা পুলিশ সম্পর্কে মন্তব্য করেছেন, ‘একাংশ পুলিশ অপরাধী, একাংশ রাজনীতির দ্বারা প্রভাবিত, একাংশ দুর্নীতিগ্রস্ত। তবে তার জন্য সমস্ত পুলিশ বাহিনীকে দায়ী করা যায় না।’ রাজ্য পুলিশের কর্মকাণ্ড দেখে তিনি এই মন্তব্য করেছেন। তবে কুণাল ঘোষ এই মন্তব্যের প্রসঙ্গে বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্ত কলকাতা পুলিশই করেছে, কিন্তু রাজ্যপাল সংবিধানিক রক্ষাকবচের মাধ্যমে নিজেকে সেই তদন্তের বাইরে রেখেছেন। এখন অন্যদের বিরুদ্ধে রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, তাই পুলিশ নিয়ে তার ব্যক্তিগত ক্ষোভ উথ্থাপন করছেন।’

নয় বছরের একটি ছোট্ট শিশু কন্যার ওপর যৌন অত্যাচার আবারও খোদ কলকাতার বুকে

অপরদেকে, রাজ্যপালের এসব মন্তব্যের বিরুদ্ধে বিজেপি-ও প্রশ্ন তুলেছে। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন, ‘আমরা রাজ্যপালের ওপর নির্ভরশীল হয়ে রাজনীতি করছি না, আমরা আমাদের নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করছি। রাজ্যপাল নিজের মতামত প্রকাশ করতে পারেন।’ এই পরিস্থিতিতে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর