goutam gambhir mentor kkr

ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: অন্যতম কর্ণধার শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সকে সাফল্যের রাস্তায় ফেরাতে মেন্টর করে নিয়ে এসেছেন গৌতম গম্ভীরকে। কেকেআর এবার প্রথম তিনটি ম্যাচেই জয় পেয়েছে আইপিএলের। এমন সাফল্য আইপিএলের ইতিহাসে আগে কখনও পায়নি কলকাতা ফ্র্যাঞ্চাইজি। কেকেআর সমর্থকদের একাংশ গম্ভীরের ছোঁয়ায় দলের সাফল্যে উচ্ছ্বসিত।

তবে কি মাঠে ফিরেছেন ঋষভ পন্থ? কী বলছেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট?

গৌতম গম্ভীর খেলার বাইরেও এবার মনে জায়গা করে নিলেন ক্রিকেটপ্রেমীদের।

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আগামী সোমবার। গৌতম গম্ভীর চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন এই ম্যাচের জন্য। গৌতম গম্ভীর সেখানে পৌঁছে একটি ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সংশ্লিষ্ট ছবিতে দেখা যাচ্ছে, গম্ভীর দাঁড়িয়ে রয়েছেন হুইল চেয়ারে বসা কেকেআরের এক প্রতিবন্ধী সমর্থকের হাত ধরে। চুমুও খেয়েছেন সেই সমর্থকের হাতে। কলকাতার মেন্টর ছবির সঙ্গে লিখেছেন, ‘‘আমাদের সমর্থকদের জন্য ভালবাসা। তাঁদের জন্যই আমরা এই জায়গায় এসেছি।’’

কেকেআর ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল গম্ভীরের নেতৃত্বে। কলকাতা তার পর আর ট্রফি জিততে পারেনি। শাহরুখ মূলত ট্রফির খোঁজেই ‘কেকেআর’কে নিয়ে এসেছেন লখনউ সুপার জায়ান্টস থেকে। দলের পারফরম্যান্স আরও ভাল হয়েছে গৌতম গম্ভীর যোগ দেওয়ায়। কেকেআর টানা তিনটি ম্যাচ জিতে শীর্ষে রয়েছে আইপিএলের পয়েন্ট তালিকায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর