gorumara-durga-puja-specials

ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :দুর্গাপুজোর ছুটি মানেই পাহাড় আর ডুয়ার্সের দিকে যাত্রা। আর ডুয়ার্সের প্রাণকেন্দ্র গরুমারার কথা বললে, মনে আসে গরুমারার মনমুগ্ধকর পরিবেশ ও মূর্তি নদীর পাশে সময় কাটানোর আনন্দ। এবারের পুজোয় গরুমারায় আসা পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এইবার দুর্গাপুজোর ছুটিতে ঘুরে আসুন সবুজে ঘেরা দার্জিলিং

হাতির সেলফি জোনে সময় কাটান

ছুটি পেলেই ঘুরে আসুন উড়িষ্যার ‘মিনি তিব্বত’

গরুমারার ধূপঝোড়ায় এবার চালু হয়েছে একটি বিশেষ সেলফি জোন, যেখানে পর্যটকরা হাতির সঙ্গে সেলফি তুলতে পারবেন। তবে সেলফি তোলার সময় হাতিদের বিরক্ত করা যাবে না। তাদের গায়ে হাত দেওয়া নিষেধ। এই সেলফি জোন কার্যকর করতে চিফ ওয়াইল্ড লাইফ ওয়াড়েনের সবুজ সংকেত লাগবে।

পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তা হলে ঘুরে আসুন দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা

টিকিট কেনার জন্য পর্যটকরা অনলাইন বা অফলাইনে বুকিং করতে পারবেন। বিশেষ এই প্যাকেজের মধ্যে হাতিদের স্নানও দেখা যাবে মূর্তি নদীতে। সন্ধ্যায় দর্শকদের জন্য থাকবে আদিবাসী নৃত্য পরিবেশনা।

তাহলে এবারের দুর্গাপুজোয় গরুমারায় এসে এই বিশেষ অভিজ্ঞতা মিস করা চলবে না। একদম নতুন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হিসেবে এটি পর্যটকদের মনে বিশেষ জায়গা করে নেবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর