ব্যুরো নিউজ, ১৪ অক্টোবর :দুর্গাপুজোর চারটি দিন কাটতে কাটতে আবারও এক বছরের অপেক্ষা শুরু হল। তবে বাঙালির জন্য তো রয়েছে বারো মাসে তেরো পার্বণ। দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর ধন দেবীর আরাধনার আগে সোনার বাজারে সুখবর এসেছে।
চিকিৎসকদের প্রতি মুখ্যসচিবের দুই চিঠি, ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহারের অনুরোধ
লক্ষ্মী পুজোর আগেই সুখবর
আজ ২২ ক্যারেট সোনার ১ গ্রাম দাম ৭১১৯ টাকা। যদি ১০ গ্রাম কেনার পরিকল্পনা থাকে, তবে সেটির দাম ৭১,১৯০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৭ লক্ষ ১১ হাজার ৯০০ টাকা। মাত্র একদিনে ১০০ টাকার পতন ঘটেছে সোনার দামে।
২৪ ক্যারেট সোনার দামও উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ এর ১ গ্রাম দাম ৭৭৭৬ টাকা, ১০ গ্রামে ৭৭,৬৬০ টাকা, এবং ১০০ গ্রামে ৭ লক্ষ ৭৬ হাজার ৬০০ টাকা। একদিনে এখানেও ১০০ টাকা দাম কমেছে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুজো, পরিবারের সঙ্গে কাটছে মিষ্টি মুহূর্ত
১৮ ক্যারেট সোনার দামের অবস্থানও একইভাবে নেমেছে। আজ ১ গ্রাম সোনার দাম ৫৮২৫ টাকা, ১০ গ্রাম ৫৮,২৫০ টাকা, এবং ১০০ গ্রামে ৫ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা। এখানে ১০০ টাকার পতন ঘটেছে।
এছাড়াও, রূপার বাজারেও কিছুটা মন্দা দেখা গেছে। ১০০ গ্রাম রুপো কিনতে আপনাকে খরচ করতে হবে ৯৬৯০ টাকা, আর ১ কেজি রুপোর জন্য খরচ হবে ৯৬ হাজার ৯০০ টাকা। এখানে গতকাল থেকে ১০০ টাকার পতন ঘটেছে।সোনার এবং রূপার দাম কমে আসায়, এবারের লক্ষ্মী পুজোতে সোনা কেনার পরিকল্পনা করছেন এমন অনেকেই খুশি। সঠিক সময়েই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে উঠতে পারে।