সোনার

ব্যুরো নিউজ, ২৩ অক্টোবর :বাঙালির উৎসবের পালা চলতেই থাকে—দুর্গাপুজো শেষ হতে না হতেই হাজির কালীপুজো। তার পর ধনতেরাস এবং দীপাবলি। আলোর এই উৎসবে নিজেদের ঝলমলে রাখার পাশাপাশি ঘরও সাজাতে হবে। সোনার গহনা কেনার পরিকল্পনা থাকলে আজই সেরা সময়, কারণ আজ সোনার দাম কিছুটা কমেছে।

ঘূর্ণিঝড় ডানা বাংলায় আছড়ে পড়ার আগে প্রস্তুতি গ্রহণে পূর্ব রেল

সোনার দাম জানতে হলে নিচের তথ্যগুলো দেখে নিন:

আজ ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭,২৯৯ টাকা। ১০ গ্রামে দাম ৭২,৯৯০ টাকা, আর ১০০ গ্রামে দাম দাঁড়িয়েছে ৭,২৯,৯০০ টাকা। গত একদিনে ১০০ টাকার দাম কমেছে।

কেমন যাবে আজকের দিনটি রাশিফল অনুযায়ী ? কি সতর্কবার্তা দিচ্ছে জ্যোতিষশাস্ত্রে

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭,৯৬৩ টাকা, ১০ গ্রামে ৭৯,৬৩০ টাকা এবং ১০০ গ্রামে ৭,৯৬,৩০০ টাকা। এখানে ও ১০০ টাকার দাম কমেছে।

ঘূর্ণিঝড় ডানার কারণে প্রায় দেড়শোটিরও বেশি ট্রেন বাতিল শিয়ালদা ডিভিশনে

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫,৯৭২ টাকা। ১০ গ্রামে দাম ৫৯,৭২০ টাকা, আর ১০০ গ্রামে ৫,৯৭,২০০ টাকা। গত একদিনে এই দামও ১০০ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও রূপোর দাম ক্রমাগত বাড়ছে। আজ ১০০ গ্রাম রূপোর দাম ১০,২১০ টাকা, আর ১ কেজি রূপো কিনতে আপনাকে খরচ করতে হবে ১,০২,১০০ টাকা। এই দামে ১০০ টাকার বৃদ্ধি ঘটেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর