গোয়া পুলিশের তৎপরতায় নারী পাচারচক্রে উদ্ধার দুই বাংলার তরুণী

ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:গোয়ার আরামবোল এলাকায় নারী পাচারের একটি ঘটনার পর, পুলিশের তৎপরতায় দুটি পশ্চিমবঙ্গের তরুণী উদ্ধার হয়েছেন।তারা জোর করে দেহ ব্যবসায় নামানোর পরিকল্পনায় ছিল। গোয়া পুলিশ সেটি রুখে দিয়েছে। শুক্রবার রাতে পুলিশ একটি বিশ্বস্ত সূত্র থেকে খবর পায়,কিছু তরুণীকে পাচার করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। এরপরই পুলিশ অভিযানে নেমে দুই তরুণীকে উদ্ধার করে এবং এক অভিযুক্তকে গ্রেফতার করে।

হঠাৎ অসুস্থ একনাথ শিন্ডে, স্থগিত রাজনৈতিক সিদ্ধান্ত  

সেক্স র‍্যাকেট


উত্তর গোয়ার পুলিশ সুপার অক্ষত কুশল জানিয়েছেন, পুলিশ আরামবোল জংশনের কাছে রুটিন টহল দিচ্ছিল, তখন খবর আসে যে কিছু তরুণীকে দেহ ব্যবসায় জড়ানোর জন্য পাচার করা হচ্ছে। পুলিশের তদন্তে জানা যায়, শরমিন শেখ নামে এক মহিলা গুজরাটের আহমেদাবাদ থেকে ওই তরুণীদের গোয়ায় নিয়ে এসে তাদের বিক্রি করার চেষ্টা করছিল।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শরমিন শেখ এর আগে গোয়া ছাড়া অন্যত্র থাকলেও সম্প্রতি আরামবোল এলাকায় একটি সেক্স র‍্যাকেট চালাচ্ছিল।

বাংলাদেশের ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভঃ বললেন ‘রক্ত ফুটছে’

পুলিশ এবং এনজিও প্রতিনিধির সহায়তায় ওই তরুণীদের উদ্ধার করা হয় এবং শরমিনকে গ্রেফতার করা হয়।এ বিষয়ে স্থানীয় থানায় এফআইআর করা হয়েছে এবং বেআইনি পাচার (প্রতিরোধী) আইনে মামলা দায়ের করা হয়েছে।তদন্ত এখনও চলছে এবং পুলিশ আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর