গোয়ায়

ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর :২০ থেকে ২৮ নভেম্বর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়ায় শুরু হতে চলেছে। যেখানে এবার ২৫টি ফিচার ফিল্ম ও ২০টি নন-ফিচার ফিল্ম দেখানো হবে। এই বছর উৎসবের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের ‘আমার বস’, সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’, ও সৌরভ পালোধির পরিচালনায় শিশু-কিশোরদের নিয়ে তৈরি ‘অঙ্ক কি কঠিন’।

লরেন্স বিষ্ণুর তুতো ভাইয়ের দাবি সলমান খানকে ক্ষমা চাইতে হবে কৃষ্ণসার হত্যার জন্য

বাংলার সিনেমার ঝলক

‘আমার বস’ ছবির মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর বাংলার পর্দায় ফিরে আসছেন রাখি গুলজার। ছবিটি শুরুর দিকে ২০২৪ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে পুজোর ছুটিতে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। সামাজিক মাধ্যমে ‘আমার বস’-এর মনোনয়নে গর্ব প্রকাশ করেছেন টিম উইন্ডোজ। এই ছবিতে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, গৌরব চট্টোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, ও নবাগতা শ্রুতি দাস, যিনি এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র জগতে পা রাখছেন।

গোপনেই কেন বিয়ে সারতে হল ‘ম্যায় হু না’ ছবির জায়েদ খানকে !

অন্যদিকে, সৌকর্য ঘোষালের পরিচালিত ‘ভূতপরী’ ছবিতে জয়া এহসান অভিনীত এক লাল বেনারসি পরিহিত বাঙালি ভূতের চরিত্র এক আলাদা মেজাজ এনেছে। ছবির গল্পে আধুনিক প্রেক্ষাপটে হারিয়ে যেতে বসা বাঙালি ভূতের কাহিনি নিখুঁতভাবে উপস্থাপন করেছেন পরিচালক। ‘রেনবো জেলি’র মতোই ম্যাজিকাল গল্প বলার দক্ষতা ধরে রেখেছেন সৌকর্য। ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তী।

আনোয়ার আলির মামলার শুনানি চলা কালীন খেলার অনুমতি পেলেন তারকা ডিফেন্ডার ।

শিশু-কিশোরদের স্বপ্ন, সাহস ও লড়াইকে কেন্দ্র করে নির্মিত ‘অঙ্ক কি কঠিন’-এ তিনটি শিশুর চরিত্র যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স হওয়ার স্বপ্ন দেখে। রাণা সরকার প্রযোজিত ও সৌরভ পালোধির এই পরিচালনাটি ইতিমধ্যেই সকলের মনোযোগ কেড়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর