ব্যুরো নিউজ ৮ নভেম্বর : পূর্ব বর্ধমানের আউশগ্রামে বহুরূপীর বেশে আসা এক যুবকের বিরুদ্ধে নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধৃতের নাম লাল্টু মাল, যার বাড়ি বোলপুর, বীরভূমে।
আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ মুক্তির দিন চূড়ান্ত, প্রথম দিনেই ২৭০ কোটির রেকর্ড গড়তে চলেছে
খোঁজাখুঁজি্র পরে কিছুটা দূরে অভিযুক্তকে আটক হয়
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ আউশগ্রামে এসে পাড়ায় পাড়ায় ঘুরে দুই-পাঁচ টাকা করে সংগ্রহ করছিলেন লাল্টু। একসময় একটি বাড়িতে গিয়ে ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলেন ও শ্লীলতাহানি করেন।এ ঘটনায় ভীত কিশোরী স্থানীয়দের জানান। এরপর এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে ও কিছুটা দূরে অভিযুক্তকে আটক করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এলাকাবাসী অভিযুক্তকে প্রাথমিকভাবে মারধর করে এরপর পুলিশকে খবর দেয়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
প্রবীণ নাগরিকদের অনলাইন পেমেন্টের নিরাপত্তার তগইদে বাজারে নেমেছে নতুন UPI অ্যাপ
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর জি কর হাসপাতাল কাণ্ডসহ সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। সাধারণ মানুষ অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন।