ট্যাক্সিচালককে মারধর

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : গিরিশ পার্ক থানার বিবেকানন্দ রোডে বুধবার রাতে এক ট্যাক্সিচালককে মারধর ও টাকা লুটের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম আয়ুষ গান্ধী, বাড়ি জোড়াবাগানে। পেশায় ব্যবসায়ী আয়ুষের কাছ থেকে ট্যাক্সির চাবি এবং নগদ কিছু টাকা উদ্ধার হয়েছে।

শহরে পর পর অগ্নিকাণ্ড, ক্ষতি কোটি ছাড়াল! কী বলছে দমকল ও পুলিশ?

এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত

অভিযোগকারী ট্যাক্সিচালক শুভঙ্কর মাঝি জানিয়েছেন সেদিন রাতে তার ট্যাক্সির সঙ্গে আয়ুষের দামি গাড়ির ধাক্কা লাগে। যদিও ক্ষতি সামান্য ছিল তবে আয়ুষ ক্ষতিপূরণ হিসাবে টাকা দাবি করেন। শুভঙ্কর তাতে রাজি না হওয়ায় তীব্র বচসা শুরু হয়। শুভঙ্করের অভিযোগ ওই সময় আয়ুষ তাকে মারধর করে এবং তার কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এমনকি ট্যাক্সির চাবিও কেড়ে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

শুক্রবার কোন রাশির জন্য শুভ, কারা সতর্ক থাকবেন? জ্যোতিষের বিশেষ পরামর্শ

পুলিশ জানিয়েছে, ট্যাক্সিটি মাঝপথে দাঁড়িয়ে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছিল। শুভঙ্কর থানায় অভিযোগ জানানোর পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ পরে আয়ুষ ঘটনাস্থলে ফিরে আসেন। তখনই তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্যাক্সির চাবি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর