ঘাটাল মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ শুরু

ব্যুরো নিউজ, ৪ জানুয়ারি :পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকার বাসিন্দারা প্রতিবছর বর্ষায় ভয়াবহ বন্যার শিকার হন। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া, গবাদি পশু ভেসে যাওয়া, ফসলের ক্ষতি হওয়া এবং অনেক সময় মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে এই এলাকার জন্য ঘাটাল মাস্টারপ্ল্যান গঠনের দাবি উঠছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বামফ্রন্ট সরকার কখনই কার্যকর উদ্যোগ নেয়নি। যদিও তৃণমূল কংগ্রেস সরকার বারবার কেন্দ্রকে অনুরোধ করেছিল, তবুও কোনো সাহায্য মেলেনি। এরপর রাজ্য সরকারই ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের ঘোষণা করে এবং কাজ শুরু হয়।

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির কার্যকর প্রয়োগ, মলদ্বীপের পাশে ভারত

প্রতিবাদ কেন?


এখন, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য জমির মাপজোকের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে দাসপুর ১ ও ২ নম্বর ব্লকের বাসিন্দারা। তাদের অভিযোগ, ঘাটাল মাস্টারপ্ল্যানের আওতায় বৈকুণ্ঠপুর থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত একটি নতুন খাল খনন করা হবে। কিন্তু এই খাল খনন করলে প্রচুর তিন ফসলি জমি এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে।এই বিষয়ে ‘চন্দ্রেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটি’ নামে একটি নতুন কমিটি গঠন করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তারা লিফলেট বিলিয়ে প্রতিবাদ শুরু করেছেন। সেচ দফতরের পরিকল্পনা অনুযায়ী, বন্যার সময় শিলাবতী নদীর জলের চাপ কমাতে সুরতপুর থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত একটি নতুন খাল খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর ফলে কয়েকশো হেক্টর কৃষিজমি অধিগ্রহণ করতে হবে, যা গ্রামবাসীদের ক্ষতির কারণ হবে।

অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরিতে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলকঃ কেন্দ্রীয় সরকারের নতুন খসড়া নিয়মাবলী

কমিটির সম্পাদক হরেকৃষ্ণ জানা জানান, প্রশাসনের পরিকল্পনায় ভুল রয়েছে এবং খালের কাটার জায়গা যেখানে নির্ধারণ করা হয়েছে, সেখানে কৃষিজমি এবং ঘরবাড়ি নষ্ট হবে। গ্রামবাসীদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।এছাড়া, ২০১১ সালে তৈরি ঘাটাল মাস্টারপ্ল্যানের ডিটেলস প্রজেক্ট রিপোর্টে এই খালের বিষয়ে কোনো উল্লেখ ছিল না। তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব, যিনি সম্প্রতি বিপুল ভোটে জয়ী হয়ে ঘাটাল সাংসদ হয়েছেন, তিনি এই মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নিয়ে উদ্যোগী হয়েছেন। তবে সেচমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সঠিক পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর