ব্যুরো নিউজ ১০ নভেম্বর : জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার ত্বকের জেল্লা দিয়ে সবাইকে মুগ্ধ করছেন।আপনিও পার্লারে না গিয়ে আলিয়ার মতো সহজে পেতে পারেন তার মতো উজ্জ্বল ত্বক। তার গোপনীয়তা লুকিয়ে আছে মুলতানি মাটির ফেসপ্যাকে। প্রাচীনকালে ঠাকুমা-দিদিমারা যেমন মুলতানি মাটিতে ভরসা করতেন, তেমনই আলিয়াও নিজের স্কিনকেয়ার রুটিনে এটি নিয়মিত ব্যবহার করেন। তিনি বলেন অতিরিক্ত প্রসাধনী এড়িয়ে ত্বককে শ্বাস নিতে দেওয়া উচিত যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে।মুলতানি মাটি বিভিন্ন খনিজে ভরপুর এবং প্রাকৃতিকভাবে ক্লিনজার ও অ্যাস্ট্রিঞ্জেন্ট হিসেবে কাজ করে। তৈলাক্ত ত্বকের সমস্যা, ব্রণ ও দাগছোপ দূর করতে এটি খুবই কার্যকরী।
শুটিং সেটে গুরুতর আহত শাকিব খান, আঘাত উপেক্ষা করেই কাজ চালিয়ে গেলেন সুপারস্টার
দেখে নেওয়া যাক মুলতানি মাটির ৩টি সহজ অথচ কার্যকরী ফেসপ্যাক:
১) উজ্জ্বল ত্বকের জন্য মুলতানি ফেসপ্যাক
এক চামচ মুলতানি মাটি, আধ চামচ চন্দনগুঁড়ো, ১/৪ চামচ হলুদগুঁড়ো ও এক চামচ গোলাপ জল বা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকনো হলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে।
২) ব্রণ ও দাগছোপ দূর করার ফেসপ্যাক
এক চামচ মুলতানি মাটির সাথে নিমের গুঁড়ো মিশিয়ে অল্প জল দিয়ে ঘন পেস্ট বানান। দিনের বেলায় ত্বক পরিষ্কার করে এটি ব্যবহার করুন। নিমের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ ব্রণ ও দাগছোপ দূর করে ত্বককে সতেজ রাখে।
মিনি ডার্বিতে ৯ জন প্লেয়ার নিয়ে ইস্টবেঙ্গলের দুর্দান্ত লড়াই
৩) তৈলাক্ত ত্বকের জন্য ফেসপ্যাক
এক চামচ মুলতানি মাটি, আধ চামচ কমলার খোসার গুঁড়ো, ১/৪ চামচ হলুদগুঁড়ো, এক চামচ লেবুর রস ও মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে শুকনো হলে জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বককে টানটান ও সতেজ রাখে।