পর্যটকের অস্বাভাবিক মৃত্যু

ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : ভারতে বেড়াতে এসে অস্বাভাবিকভাবে মারা গেছেন এক জার্মান পর্যটক রিচার্ড কার্ল ম্যাফ (৯১)। মঙ্গলবার রিচার্ড একটি পর্যটক দলের সঙ্গে কলকাতার বটানিক্যাল গার্ডেনের কাছে “গঙ্গা বিহার” নামে একটি জাহাজে ভ্রমণ করছিলেন। ওই দলের মধ্যে ছিলেন ২৪ জন জার্মান এবং ১৪ জন আমেরিকান পর্যটক।

হাওড়া স্টেশন থেকে কলকাতা বিমানবন্দর মেট্রোয় পৌঁছানোর পথ সহজ হতে চলেছে

জার্মানির দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে

রাত আটটা নাগাদ জাহাজে থাকা অবস্থায় রিচার্ড অসুস্থ হয়ে পড়েন। জাহাজটি তখন বটানিক্যাল গার্ডেনের গঙ্গার ঘাটে নোঙর করা ছিল। তার সহযাত্রীরা দ্রুত তাকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি জানার পর বটানিক্যাল গার্ডেন থানার পুলিশ রাতেই হাসপাতালে পৌঁছায় এবং রিচার্ডের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে তারা এখন জার্মানির দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যাতে রিচার্ডের পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়।

রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগঃ পরবর্তী শুনানি কবে?

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, রিচার্ডের সঙ্গে আসা পর্যটক দলটি বুধবার বারাণসী যাওয়ার পরিকল্পনা করেছিল। তারা কিছু দিন আগে কলকাতায় এসেছিল এবং গঙ্গা বিহার জাহাজে করে পর্যটনস্থলগুলি ঘুরে দেখছিল। পুলিশ জানায়, রিচার্ডের মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণ প্রাথমিকভাবে মনে হচ্ছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর