ব্যুরো নিউজ, ১০ অক্টোবর :ইংলিশ প্রিমিয়ার লিগের প্রাক্তন তারকা ফুটবলার জর্জ বালডকের আকস্মিক মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে ফুটবল জগতে। মাত্র ৩১ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন তিনি। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সাত বছর ধরে ২০৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশাপাশি, গ্রিক ক্লাব পানাথিনাইকোসের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন।
জায়গার নাম ইমামবাড়া হলেও এখানে দুর্গাপুজো হিন্দু-মুসলিম মিলেমিশে হয়
পুলে ডুবে মৃত্যু জর্জের
বুধবার পুলিশ তাঁর বাড়ির সুইমিং পুল থেকে মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ঘটনার সময় তাঁর স্ত্রী বিদেশে অবস্থান করছিলেন। একাধিকবার ফোন করার পরও স্বামীকে না পাওয়ার কারণে উদ্বিগ্ন হন। পুলের কাছ থেকে একটি মদের বোতল পাওয়া গেছে, যা উল্লেখ করেছে যে তিনি মদ্যপ অবস্থায় ডুবে যেতে পারেন।
স্কুল সার্ভিস কমিশনে শূন্যপদের গরমিল, শিক্ষকদের মধ্যে উদ্বেগ
জর্জ বালডক ১৯৯৩ সালের ৯ মার্চ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তাঁর ঠাকুমা গ্রিক নাগরিক হওয়ায় তাঁর কাছে দু’দেশের নাগরিকত্ব ছিল। আন্তর্জাতিক স্তরে তিনি গ্রিক দলের হয়ে ১২টি ম্যাচে অংশ নেন। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর তিনি চলতি বছরে পানাথিনাইকোসে যোগ দেন। সেখানে ৩টি ম্যাচ খেলেন।
দুই সন্তানের মা হয়ে কমিয়েছেন ওজন অভিনেত্রী শুভশ্রী
জর্জের মৃত্যুর খবর শোনার পর গোটা ইউরোপের ফুটবল মহল শোকাহত। শেফিল্ড ইউনাইটেড, পানাথিনাইকোস এবং তাঁর প্রাক্তন সতীর্থ হ্যারি ম্যাগুয়েরের মতো ফুটবলাররা গভীর শোক প্রকাশ করেছেন। ফুটবল বিশ্বে জর্জ বালডকের অভাব অনুভূত হবে।