ব্যুরো নিউজ, ৬ এপ্রিল: উত্তেজনা গার্ডেনরিচে। জল পড়া নিয়ে ঝামেলার সূত্রপাত। তার জেরে 'খুন'। এই ঘটনায় চরম উত্তেজনা গার্ডেনরিচে। হাইভোল্টেজ ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী প্রতিকুর রহমানগার্ডেনরিচে থাকতেন মহম্মদ আনিস। অভিযোগ, প্রতিবেশিদের বাড়ির জল রোজই তার বাড়িতে এসে পড়ে। দীর্ঘদিনের এই ঘটনার অভিযোগ জানাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শুক্রবারও সেই ঘটনার প্রতিবাদ করেন মহম্মদ আনিস। আর সেই সময় বাধে বাকবিতণ্ডা। এরপরেই ওই বাড়ির মোট পাঁচ- সাতজন চড়াও হয় আনিসের ওপর। অভিযোগ, মারধর করা হয় আনিসকে এমনকি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপরই আহত আনিসকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আনিসের পরিবার জানায়, বরাবরই ওই প্রতিবেশীদের সঙ্গে তাদের ঝামেলা। দীর্ঘদিন ঘরে ওদের বাড়ির জল তাদের বাড়িতে এসে পড়ত। তার শুক্রবার তার প্রতিবাদ কোরতে গেলে ওই বাড়ির ৭-৮ জন চড়াও হয়। মারধর করা হয়। এমনকি মাথায় হাতুড়ির বাড়ি মেরে 'খুন' করা হয় আনিসকে। ঘটনার তদন্তে গার্ডেনরিচ থানার পুলিশ।


গার্ডেনরিচে থাকতেন মহম্মদ আনিস। অভিযোগ, প্রতিবেশিদের বাড়ির জল রোজই তার বাড়িতে এসে পড়ে। দীর্ঘদিনের এই ঘটনার অভিযোগ জানাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। শুক্রবারও সেই ঘটনার প্রতিবাদ করেন মহম্মদ আনিস। আর সেই সময় বাধে বাকবিতণ্ডা। এরপরেই ওই বাড়ির মোট পাঁচ- সাতজন চড়াও হয় আনিসের ওপর। অভিযোগ, মারধর করা হয় আনিসকে এমনকি হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপরই আহত আনিসকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় আনিসের পরিবার জানায়, বরাবরই ওই প্রতিবেশীদের সঙ্গে তাদের ঝামেলা। দীর্ঘদিন ঘরে ওদের বাড়ির জল তাদের বাড়িতে এসে পড়ত। তার শুক্রবার তার প্রতিবাদ কোরতে গেলে ওই বাড়ির ৭-৮ জন চড়াও হয়। মারধর করা হয়। এমনকি মাথায় হাতুড়ির বাড়ি মেরে 'খুন' করা হয় আনিসকে। ঘটনার তদন্তে গার্ডেনরিচ থানার পুলিশ।


















