ব্যুরো নিউজ ২৬ অক্টোবর : সাইবার প্রতারণা বেড়েই চলেছে। সচেতনতামূলক প্রচার চালিয়েও অনলাইন অপরাধ কমানো যাচ্ছে না।ক্রমে দেশে এবং বিদেশে সাইবার ক্রাইম হচ্ছে।এক ব্যক্তিকে বিদেশি বান্ধবীর প্রতিশ্রুত বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে মুম্বই থেকে গ্রেপ্তার করা হয়েছে মহম্মদ সিরাজ আনসারি নামে এক যুবককে।
ঘূর্ণিঝড় ‘ডানা’ বিদায় নিলেও ধানের পর আলুচাষও সংকটে মাথায় হাত চাষিদের
লালবাজার পুলিশ জানিয়েছে,
ভুক্তভোগীর সঙ্গে একটি বিয়ের সাইটে বিদেশিনীর পরিচয় হয়। এরপর মোবাইল নম্বর বিনিময় হলে কথাবার্তা চালু হয় এবং বান্ধবী বিয়ের প্রতিশ্রুতি দেন। কিছুদিন পর বান্ধবী জানান, হবু স্বামীর জন্য মূল্যবান উপহার পাঠাচ্ছেন, কিন্তু শুল্ক দপ্তর সেই উপহার আটকেছে, ছাড়াতে চার লাখ টাকা লাগবে। এই ফাঁদে পা দিয়ে টাকা পাঠানোর পর আরও অর্থ চাওয়া হলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়। পরে সাইবার থানায় অভিযোগ করলে পুলিশ ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে মুম্বইয়ে তল্লাশি চালিয়ে আনসারিকে গ্রেপ্তার করে।
আজকের রাশিচক্র অনুযায়ী কেমন কাটবে আপনার দিনটি?
আরও একটি ঘটনা ঘটেছে যেখানে একজন ব্যক্তিকে সিবিআই-এর পরিচয়ে ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখিয়ে ৪৯ লাখ টাকা হাতিয়ে নেয় একটি চক্র। ভুক্তভোগীকে মাদক পাচার ও অর্থ তছরূপের অভিযোগে ভয় দেখানো হয়। তদন্তে দেখা যায়, টাকার একটি অংশ মুম্বইয়ের কৌশিক মেহতার অ্যাকাউন্টে জমা হয়েছে। পুলিশ সেই সূত্রে কৌশিককেও গ্রেপ্তার করে।জোড়া প্রতারণার ঘটনায় লালবাজার পুলিশের সাফল্য প্রশংসনীয়।