ব্যুরো নিউজ, ৩ অক্টোবর :আমরা হাত ও মুখের যত্নে যতটা মনোযোগী। পায়ের যত্নে ততটা না হলেও চলে। পায়ের নখের পরিচর্যা করাটা প্রায়শই আমাদের নজরের বাইরে থাকে। যদিও এই পায়ের মাধ্যমেই সবচেয়ে বেশি ধুলো-ময়লা জমে। বিশেষত বর্ষাকালে জমা জলের মধ্যে দিয়ে হাঁটার ফলে পায়ের পাতায় কাদা ও ময়লা লেগে যায়। যা ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণ হতে পারে।
অভিনয়ের পথে এ কি তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার
সংক্রমণ থেকে মুক্তির সহজ উপায়
জেনে নিন কোন ভিটামিনের অভাবে মানসিক অবসাদ হতে পারে?
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, পায়ের নখ পরিষ্কার না রাখার কারণে সংক্রমণ হয়। ফলে নখের কোনো অংশ হলুদ হয়ে যায় বা কালো দাগ পড়ে পুঁজ জমতে শুরু করে। পায়ের নখে সংক্রমণের বেশ কয়েকটি কারণ রয়েছে। যেমন, খালি পায়ে হাঁটা, অপরিষ্কার স্থানে বেশি সময় কাটানো, এবং যদি ব্যক্তির ত্বক খুবই সংবেদনশীল হয়।
ভিটামিনের অভাবে ত্বকে কালো দাগ চোখ দেখা যায়? কিন্তু কোন ভিটামিন জানেন
এ ক্ষেত্রে টি ট্রি তেল কার্যকরী হতে পারে। এক চামচ অলিভ তেলের সঙ্গে দুই চামচ টি ট্রি তেল মিশিয়ে তুলো দিয়ে সংক্রমিত স্থানে লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাওয়া যেতে পারে। তেল লাগানোর পর মোজা বা জুতো পরা উচিত নয়। অন্যথায় তেল উঠবে।
এক চামচ টি ট্রি তেল এবং এক চামচ ভিটামিন ই তেল মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণটি সংক্রমিত স্থানটিতে লাগালে জ্বালাভাব কমবে। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে পায়ের নখের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া সম্ভব।