ব্যুরো নিউজ, ৮ মার্চ: ফ্লিপকার্ট দিল দুর্দান্ত অফার। এখন থেকে আপনারা নাথিং ফোন (2a) মডেলটি কিনতে পারবেন মাত্র 19,999 টাকায় (Nothing Phone (2a) Price)। আগে এই ফোনটির দাম ছিল 23,999 টাকা কিন্তু এখন আপনি এটি কিনতে পারবেন আরও কম মূল্যে (Nothing Phone (2a) price drop)। চলুন দেখে নেওয়া যাক কী কী আছে এই হ্যান্ডসেটটিতে।
ফের নেটিজেনদের কটাক্ষের মুখে শ্রাবন্তী
কালার (colour): The Nothing Phone (2a) সেটটি আপনি কালো এবং সাদা রঙে পাবেন।
ডিসপ্লে: এই ফোনে আপনি পাবেন একটি 120Hz নমনীয় AMOLED ডিসপ্লে। দ্রুত স্ক্রলিং এর ক্ষেত্রে এই ডিসপ্লে খুবই সুবিধাজনক।
RAM এবং স্টোরেজ: এই ফোনটিতে আপনি তিন ধরনের RAM এবং স্টোরেজ পাবেন। 8/128 GB, 8/256 GB, এবং 12/256 GB।
প্রসেসর: এবার আসি প্রসেসরের কথায়। এই ফোনটিতে MediaTek Dimensity 7200 Pro প্রসেসর ব্যবহার করা হয়।
ক্যামেরা: এই ফোনটিতে আপনি একটি 50 MP(OIS) + 50 MP রিয়ার ক্যামেরা সেটআপ পাবেন। সঙ্গে ভালো মানের ভিডিও কল এবং সেলফির জন্য পেয়ে যাবেন একটি 32 MP সামনের ক্যামেরা।
ব্যাটারি এবং চার্জিং পাওয়ার: Nothing ফোন (2a) হ্যান্ডসেটটিতে থাকবে একটি 5000 mAh ব্যাটারি। 100 পার্সেন্ট চার্জ দিলে আপনি এই ফোনটিকে টানা 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকবে 45W দ্রুত চার্জিং পাওয়ার।
কী অফার দিচ্ছে Flipkart?
The Nothing Phone (2a) ফোনটি ফ্লিপকার্ট, ক্রোমা, বিজয় সেলস এবং অন্যান্য আউটলেটে 12 মার্চ, 2024 মঙ্গলবার থেকে পাওয়া যাবে। এই লঞ্চ অফারের ক্ষেত্রে অনলাইন লেনদেনের জন্য HDFC কার্ড ব্যবহারকারী গ্রাহকরা ছাড় পাবেন। এছাড়াও, Flipkart ক্রেতারা অতিরিক্ত 2000 টাকা এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন।