[rank_math_breadcrumb]
: first-derby-season-2024

ব্যুরো নিউজ ১৯ অক্টোবর : আইএসএলের মরশুমে আজ প্রথম ডার্বি , কিন্তু আবহটা বেশ অদ্ভুত। কলকাতা লিগে ইস্টবেঙ্গল যখন রিজার্ভ টিমের ডার্বিতে জয় পায়, তখন মোহনবাগান পুরো দল নিয়ে শক্তিশালী পরিকল্পনা করেছে ডুরান্ড কাপের জন্য।

বাংলাদেশ জলসীমায় প্রবেশকারী ৪৮ ভারতীয় মৎস্যজীবী গ্রেফতার

এবারের ডার্বির আবহ কেমন হবে?

এখন শহরের নানা ঘটনার জন্য ডুরান্ডের ডার্বি ভেস্তে যাচ্ছে। তবে আজ সন্ধ্যায় দু’দলই পূর্ণ শক্তি নিয়ে সম্মানের লড়াইয়ে নামবে। ইস্টবেঙ্গল শুধু মহেশ সিং নাওরেমকে পাচ্ছে না, বাকি সব খেলোয়াড় প্রস্তুত।সমর্থকদের মধ্যে উন্মাদনা কম, কারণ পুজো পরবর্তী ধকল কাটাতে পারেনি তারা। বিশেষ করে মোহনবাগান সমর্থকদের মধ্যে উত্তেজনা বেশি। দলের পারফরম্যান্স খারাপ হতে পারে, কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে তারা শক্তিশালী মোহনবাগানকে হারাতে পারবে।

ভারত-কানাডার সম্পর্ক তলানিতেঃ সন্দীপ সিং সিন্ধুর বিরুদ্ধে সন্ত্রাসবাদ মামলা

জোসে মোলিনার কোচিংয়ে মোহনবাগান এই মরশুমে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হলেও তারা চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, ইস্টবেঙ্গল এই মুহূর্তে লিগ টেবিলে সর্বনিম্ন স্থানে—পয়েন্ট শূন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর