ব্যুরো নিউজ, ৫ মার্চ: পরিযায়ী শ্রমীকের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হল আজ।
বীরভূমের নানুর। সেখনের নানুর বিধানসভার চন্ডীদাস নানুর অঞ্চলের আগোরতর গ্রামের ব্যক্তি ভুলন সেখ। বয়স হবে ৫০ এর কাছাকাছি। সংসার চালাতে কাজ করতেন রাজ্যের বাইরে থেকেই। তাই কর্মসূত্রে চেন্নাই তেই থাকতেন ভুলন সেখ নামে ওই পরিযায়ী শ্রমিক। কিন্তু গত বছরেই ছিঁড়ল সূত। গত বছর নভেম্বর মাসের ২১ তারিখ আকস্মিক মৃত্যু হয় ভুলন সেখের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে নানুরে থাকা পরিযায়ী শ্রমিকের সেই পরিবারে।
মোহালির শেষ টেস্টে বেজায় ঠাণ্ডা ইংল্যান্ডকে খেলার সুযোগ দেবে
ঘটনায় পরিযায়ী শ্রমিকদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক পদক্ষেপ নেন। পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে মৃত্যুর পরিবারের শেষ কাজ সম্পন্ন-সহ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই মতো আজ নানুর থানার আগোত্তর গ্রামে বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, জয়েন্ট লেবার কমিশনার, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বি.ডি.ও সহ প্রধান, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য ও উপপ্রধানের উপস্থিতিতে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।