দীপাবলির

ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর :পুজো আসলেই ঘরে সাজের হাওয়া। যে বাড়ি বা ফ্ল্যাটই হোক, বাঙালিরা পুজোর আগে নিজেদের বাসস্থানের রূপ বদলে দিতে ব্যস্ত হয়ে পড়েন। পর্দা থেকে শুরু করে কুশনের কভার, বিছানার চাদর—সবকিছুরই আসে নতুনত্ব। এই সময়ে ঘরের অন্দরমহলও আলোকসজ্জায় ঝলমল করে উঠুক, তা তো চাই-ই। তবে, বেশি খরচ না করেই কীভাবে আনবেন আলোর বাহারে উজ্জ্বলতা? রইল কিছু সহজ এবং সৃজনশীল টিপস।

দুর্দান্ত সাফল্যের পথে বহুরূপী! ১০ কোটি পেরিয়ে দীপাবলির আগে কি ছুঁবে ১২ কোটি?

কি ভাবে সাজাবেন বাড়ির অন্দরমহল

দীপাবলির আগেই নতুন রেকর্ডে সোনার দাম

১) রঙিন সুতোর লন্ঠন: সুতোর সঙ্গে তো আমরা বুননেই বেশি পরিচিত। তবে, এই সুতোর লন্ঠন বাড়ির আলোকসজ্জায় দারুণ কাজে লাগতে পারে। একটি বাটিতে আঠা ও জল মিশিয়ে একটি উলের গোলা তাতে ডুবিয়ে নিন। এরপর একটি বেলুন ফুলিয়ে তার ওপর এই আঠা মাখানো সুতোটি জড়িয়ে দিন। শুকিয়ে গেলে বেলুনটি ফাটিয়ে ফেলুন। ভিতরের ফাঁকা অংশে টুনির আলো ঢুকিয়ে নিয়ে তা ঘরের সুন্দর কোনায় ঝুলিয়ে দিন।

দীপাবলির মুখে রাজ্যে কমলো সবজির দাম ! কোন সব্জির কত দাম হল জেনে নিন ?

২) হুলা হুপের ঝাড়বাতি: বারান্দায় মোমবাতি জ্বালানোর চল বরাবরই জনপ্রিয়। এবার হুলা হুপের চারপাশে টুনির আলো জড়িয়ে একটি অভিনব ঝাড়বাতি তৈরি করুন। এরপর সিলিং থেকে ঝুলিয়ে দিন এটি বসার জায়গায়। অতিথিরাও মুগ্ধ হবে এই সুন্দর আলোকসজ্জায়।

৩) বোতলে টুনির আলো: ঘরে জমে থাকা পুরনো মদের বোতলগুলি কীভাবে ব্যবহার করবেন ভাবছেন? বোতলের গায়ে অ্যাক্রিলিক বা ফ্যাব্রিক রঙে নকশা এঁকে টুনির আলো ভিতরে ঢুকিয়ে নিন। এই সজ্জা ঘরের কোণে বা সিলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন। একদম নতুন মেজাজ আনবে এই ছোট আয়োজনটি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর