ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীতের বিদায়

ব্যুরো নিউজ,৩ ফেব্রুয়ারি:ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শীত বিদায় নেবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি মরসুমে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর সম্ভাবনা নেই বললেই চলে, তবে শীত বিদায় নেওয়ার আগে আর একবার তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ১২ রাশির জাতকদের কেমন যাবে সময়? রইল রাশিফল বিশ্লেষণ

কি পূর্বাভাস?

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম ছিল। আপাতত দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে, আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, আগামী তিন দিনে দক্ষিণের কিছু জেলায় তাপমাত্রা কমে ১৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। পরবর্তী দু’দিনে তাপমাত্রা আবার দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

এছাড়া, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা যান চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারে।

ভারতের বাজেটে প্রতিবেশী দেশগুলির জন্য বড় আর্থিক সহায়তাঃ বিশেষ নজর ভুটান ও মলদ্বীপে

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে তাপমাত্রা স্থিতিশীল থাকবে এবং সব জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। তবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।এ বছর শীতের তেমন আমেজ পাওয়া যায়নি এবং মাঘ মাসেও গরম অনুভূত হচ্ছে। বিশেষ করে পশ্চিমি ঝঞ্ঝা এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। সোমবার উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন ঝঞ্ঝার প্রবেশের কথা রয়েছে, যা আবহাওয়ার আরও কিছু পরিবর্তন আনতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর