ব্যুরো নিউজ,২২ ফেব্রুয়ারি :বলিউডের প্রখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের নামে FIR দায়ের করা হয়েছে! তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন। ফারাহ খান দোল উৎসব নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে জানানো হয়েছে। দোল উৎসব নিয়ে তাঁর মন্তব্যের কারণে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
মহাশিবরাত্রি ২০২৫: চন্দ্রের প্রভাবের কারণে কোন কোন রাশির ভাগ্য ঘুরবে জানেন?
মামলাটি দায়ের
এই মামলাটি দায়ের করেছেন বিকাশ ফটক, যিনি হিন্দুস্তানি ভাউ নামেও পরিচিত। তাঁর আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই অভিযোগ দায়ের করেছেন।বিকাশ ফটকের অভিযোগ অনুসারে, গত ২০ ফেব্রুয়ারি একটি সেলিব্রিটি মাস্টারশেফ শোতে ফারাহ খান উপস্থিত ছিলেন। সেখানে তিনি দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ফারাহ খানের মতে, দোল হচ্ছে “অশিক্ষিত ও সমাজের নিম্নস্তরের মানুষদের উৎসব”।
তাঁর এই মন্তব্যটি বিকাশ ফটকের মতে একেবারে অবমাননাকর। তাঁর মতে, ফারাহ খানের এই মন্তব্য ধর্মীয় ভাবাবেগ এবং বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত করেছে।আইনজীবী আলি খাসিফ খান দেশমুখ এই বিষয়ে বলেন, “ফারাহ খানের বলা এই কথা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে গুরুতর আঘাত করেছে। যে শব্দগুলি তিনি ব্যবহার করেছেন, তা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়, বরং এটি একটি বড় ধরনের অবমাননা।”
মঙ্গলের গোচরে কোন রাশির জাতকরা পাবেন বিশেষ সুফল? জেনে নিন
আইন অনুযায়ী, ভারতীয় দণ্ডবিধির ১৯৬, ২৯৯, ৩০২ এবং ৩৫৩ ধারায় ফারাহ খানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।ফারাহ খান বর্তমানে সেলিব্রিটি মাস্টারশেফ রিয়েলিটি শোয়ের অন্যতম বিচারক। তাঁর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাঁকে ট্রোল করেছেন। এই ঘটনার পর অনেকেই ফারাহ খানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন।