ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় এক অদ্ভুত ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। সেখানে একটি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হল তিন লক্ষ টাকা। এই টাকা সবার জন্য আনন্দের কিছু নয় কারণ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে উদ্ধার হওয়া ৫০০ টাকার নোটগুলো জাল। পুলিশ স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নোট গোনার কাজ শুরু করেন।
হাওড়া স্টেশন থেকে কলকাতা বিমানবন্দর মেট্রোয় পৌঁছানোর পথ সহজ হতে চলেছে
ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে

জাল টাকার চক্রের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যার নাম মানোয়ার শেখ। তিনি মালদহের কালিয়াচক থেকে কলকাতায় এসেছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তিনি এই জাল নোট অন্য কোথাও পাচারের পরিকল্পনা করেছিলেন।
এখন পুলিশের মূল লক্ষ্য হল, গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে তথ্য নিয়ে এই জাল নোটের চক্রের সাথে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে এবং তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে।
ভারতে জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু
পুলিশ লালবাজার সূত্রে জানায়, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে এই চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা যায়। জাল টাকার চক্রের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলেও তারা মনে করছে।