Explore the new train route to Bolpur Santiniketan

ব্যুরো নিউজ,১৮ সেপ্টেম্বর:বাংলার যাত্রীদের জন্য একটি সুখবর আসছে। এবার বোলপুর শান্তিনিকেতনে যুক্ত হলো নতুন বন্দে ভারত এক্সপ্রেস। আগে থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা ছিল, তবে এবার হাওড়া-ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও এখানে দাঁড়াবে। এটি বিশেষভাবে রামপুরহাট স্টেশনেও থামবে, যার ফলে এখন থেকে বন্দে ভারত ট্রেনে করে সরাসরি তারাপীঠে যাওয়ার সুযোগ মিলবে।

সাধারণ মানুষের অসামান্য সহানুভূতি: জুনিয়র ডাক্তারদের আন্দোলনে খাবারের জোগান

শুধু শুক্রবার এটি চলবে না

১৭ সেপ্টেম্বর থেকেই এই নতুন ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু হলো। রবিবার ট্রেনটির উদ্বোধন করা হয় এবং দু’দিনের মধ্যে পরিষেবা চালু হয়ে গেল। এই ট্রেনটি সপ্তাহে ছ’দিন চলবে, শুধু শুক্রবার এটি চলবে না।হাওড়া-ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথে মোট সাতটি স্টেশনে দাঁড়াবে। হাওড়া ও ভাগলপুর তো আছেই, সঙ্গে থাকবে বোলপুর শান্তিনিকেতন ও রামপুরহাট। প্রতিটি স্টেশনে দু’মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে উঠানামা করতে পারেন।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় হকির সাফল্য: চিনকে হারিয়ে চ্যাম্পিয়ন

২২৩০৯ হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি:

  • সকাল ৭:৪৫ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে।
  • সকাল ৯:২৭ মিনিটে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাবে।
  • সকাল ১০:২৩ মিনিটে রামপুরহাটে পৌঁছাবে।
  • সকাল ১১:২৩ মিনিটে দুমকায়, ১১:৪৭ মিনিটে ননিহাটে এবং বেলা ১২:০৫ মিনিটে হাঁসডিহায় পৌঁছাবে।
  • বেলা ১২:২৭ মিনিটে মান্দার হিলে এবং ১২:৪৩ মিনিটে বরাহাটে পৌঁছাবে।
  • দুপুর ২:০৫ মিনিটে ভাগলপুরে পৌঁছাবে।
  • টয় ট্রেনের পরিষেবা বন্ধ: পাহাড়ে অতিবৃষ্টির প্রভাব

২২৩১০ ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচি:

  • দুপুর ৩:২০ মিনিটে ভাগলপুর থেকে ছাড়বে।
  • দুপুর ৩:৪৫ মিনিটে বরাহাটে এবং ৩:৫৮ মিনিটে মান্দার হিলে পৌঁছাবে।
  • বিকেল ৪:৪০ মিনিটে হাঁসডিহায় এবং ৪:৫৭ মিনিটে ননিহাটে পৌঁছাবে।
  • বিকেল ৫:১৮ মিনিটে দুমকায় এবং সন্ধ্যা ৬:১৩ মিনিটে রামপুরহাটে পৌঁছাবে।
  • সন্ধ্যা ৬:৫১ মিনিটে বোলপুর শান্তিনিকেতনে এবং রাত ৯:২০ মিনিটে হাওড়ায় ফিরে আসবে।

নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসটি যাত্রীদের জন্য যোগাযোগের সুবিধা বাড়িয়ে তুলবে এবং বাংলার বিভিন্ন দর্শনীয় স্থানে পৌঁছানোর সুযোগ দেবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর