হাতির পাল

ব্যুরো নিউজ, ১ নভেম্ববর :মানুষের মতো কথা বলতে না পারলেও হাতিদের মধ্যে রয়েছে গভীর সংবেদনশীলতা। সম্প্রতি ছত্তীসগঢ়ের রায়গড়ে এমনই এক ঘটনার সাক্ষী হল বনকর্মীরা। হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যুর পর তাদের দেহ জঙ্গলে কবর দিয়ে আসে বনবিভাগ। তবে ঘটনা এখানেই শেষ হয়নি। কবরস্থল খুঁজে খুঁজে একাধিকবার সেখানে ফিরেছে একটি হাতির পাল। শুঁড় তুলে, ধুলো উড়িয়ে, গর্জন করে তারা সঙ্গীদের প্রতি শোকজ্ঞাপন করেছে।

কালীপুজোর উদ্বোধন শেষে ফেরার পথে হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক

গাফিলতির জন্য এক বনকর্মীকে সাসপেন্ড

২৫ অক্টোবর রাতে রায়গড়ের জঙ্গলে এই দুর্ঘটনায় একটি পুরুষ, একটি স্ত্রী এবং একটি হাতিশিশুর মৃত্যু হয়। পরদিন বনকর্মীরা তাদের দেহ সৎকার করেন। তবে সেই কবরস্থানে কয়েকদিন পর হাজির হয় হাতিদের একটি দল। ড্রোন ক্যামেরায় ধরা পড়া ভিডিওতে দেখা যায় পালটি শুঁড় তুলে কবরকে ঘিরে ধুলো উড়িয়ে, গভীর শোকের অনুভূতি প্রকাশ করছে। বনকর্মীরা জানিয়েছেন, হাতির দলটি প্রতিদিনই কিছুক্ষণের জন্য কবরস্থলে এসে সঙ্গীদের স্মরণ করছে।

ভাইফোঁটায় বোনকে উপহার দিন সোনা! দেখে নিন আজকের দাম

রায়গড় বন বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ‘হাতিরা খুবই সংবেদনশীল প্রাণী। তারা প্রায়শই তাদের মৃত সঙ্গীর কবরস্থানে ফিরে গিয়ে শ্রদ্ধা জানায়।’ এই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য এক বনকর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং ডিএফও-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর