বিদ্যুৎস্পৃষ্ট

ব্যুরো নিউজ, ২২ অক্টোবর :বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল আট বছরের একটি শিশুর। যা ঘটেছে মঙ্গলবার সকালে সুতি থানার ধলারামচন্দ্রপুর বাগান পাড়া এলাকায়। মৃত শিশুর নাম অন্তু সিংহ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দফতরের গাফিলতির কারণেই ঘটেছে এই দুর্ঘটনা।

 কিশোর কুমারের বায়োপিকে মূল চরিত্রে দেখা যাবে আমির খানকে।

এলাকাজুড়ে শোক ছায়া

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিদ্যুতের তারে কভার লাগানোর কাজ চলছিল। কিন্তু কাজ চলাকালীন সময়ে বিদ্যুৎ পোস্টের আর্থিং তার বিচ্ছিন্ন ছিল। সেই বিচ্ছিন্ন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তুর মৃত্যু ঘটে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিশুর দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যায়।

ঘূর্ণিঝড় ডানা বাংলায় আছড়ে পড়ার আগে প্রস্তুতি গ্রহণে পূর্ব রেল

সকাল বেলা এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার জন্য বিদ্যুৎ দফতরকে দোষারোপ করছেন। তাদের দাবি, নিরাপত্তা নিয়মগুলি যথাযথভাবে অনুসরণ করা হলে, এই ভয়াবহ ঘটনা এড়ানো সম্ভব হতো। সমাজের নিরাপত্তা ও শিশুদের সুরক্ষার জন্য কর্তৃপক্ষের উচিত আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর