ব্যুরো নিউজ,১৫ অক্টোবর:অবশেষে ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১৩ ই নভেম্বর ও ২০ নভেম্বর দু দফায় ঝাড়খণ্ডে ভোট অনুষ্ঠিত হবে। ওই ভোটগ্রহণের পর আগামী ২৩ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।। সকাল থেকেই ভোট গণনা শুরু হবে আশা করা যাচ্ছে। দুপুর দুটো নাগাদ ঝাড়খণ্ডে বিধানসভার ফলাফল মোটামুটি জানা যাবে তবে ভোট গ্রহণ যন্ত্রে কোন অসুবিধা হলে বিলম্ব হতে পারে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়ে দিয়েছে ঝাড়খণ্ডে শান্তিপূর্ণ নির্বাচন করতে তারা বদ্ধপরিকর। একইভাবে আগামী ২০ নভেম্বর এক দিনেই মহারাষ্ট্র বিধানসভার ভোট গৃহীত হবে। ফলাফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর।
ভারত থেকে বহিষ্কার করা হল কানাডার ছয় কূটনীতিবিদকে
ঝাড়খণ্ডে দুই দফা মহারাষ্ট্র এক দফা
ঝাড়খন্ড বিধানসভার মোট আসন সংখ্যা ৮১ টি। প্রথম দফায় ৪৩ টি আসনে ভোট গ্রহণ হবে এবং দ্বিতীয় দফায় হবে ৩৮ টি আসনে। অপরদিকে মহারাষ্ট্রে বিধানসভার মোট আসন সংখ্যা ২৮৮ টি। একদিনেই সেখানে ভোট গ্রহণ হবে আর সেই জন্যই যথেষ্ট পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। তবে দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কি পরিমানে পাঠানো হবে তা এখনো জানায়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে ঝাড়খণ্ডে গেজেট নোটিফিকেশন প্রথম দফার জন্য ১৮ ই অক্টোবর ঘোষিত হবে এবং দ্বিতীয় দফার জন্য ঘোষিত হবে ২২ অক্টোবর।
নতুন প্রজন্মের আগমনঃ অভিনেত্রী নীনা গুপ্তা হলেন দিদা
আর nomination জমা দেওয়ার জন্য প্রথম দফার তারিখ নির্দিষ্ট করা হয়েছে ২৫ অক্টোবর। অপরদিকে দ্বিতীয় দফার নমিন্যাশন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। নমিনেশন প্রত্যাহারের জন্য দিন ধার্য করা হয়েছে, প্রথম দফার জন্য ৩০ অক্টোবর আর দ্বিতীয় দফার জন্য এক নভেম্বর। মহারাষ্ট্র বিধানসভা আসনের গেজেট নোটিফিকেশন হবে ২২ অক্টোবর আর ২৯ অক্টোবর থেকে দেওয়া যাবে Scrutiny দিনক্ষণ ধার্য করা হয়েছে ৩০ অক্টোবর আর নমিনেশন প্রত্যাহারের জন্য দিন ধার্য করা হয়েছে ৪ নভেম্বর।