elderly-woman-dies-heart-attack-fake-police-call

ব্যুরো নিউজ,৪ অক্টোবর:একটি অস্বাভাবিক ঘটনায় প্রান হারালেন ৫৮ বছরের মালতি বর্মা। পুলিশের থেকে ভুয়ো ফোন পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই প্রৌঢ়ার। অভিযোগ, এই ফোনে তার কন্যার বিষয়ে হুমকি দেওয়া হয়েছিল।এই খবর  শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন মালতি। ঘটনার পর তাদের পরিবার নিকটবর্তী থানায় অভিযোগও দায়ের করেছে।

কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণের আকস্মিক মৃত্যু

নিজেকে পুলিশ বলে পরিচয়

মালতি বর্মা একজন শিক্ষিকা ছিলেন এবং আগরার একটি সরকারি স্কুলে পড়াতেন। সম্প্রতি, তার হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। ফোনে থাকা ব্যক্তির প্রোফাইলের ছবিতে পুলিশি পোশাক ছিল এবং তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন।যিনি ফোন করেন তিনি জানান, মধুচক্র থেকে মালতির কন্যা ধরা পড়েছেন এবং এক লক্ষ টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে। এর ফলে প্রৌঢ়ার চিন্তার মাত্রা বেড়ে যায়।মালতির পুত্র জানান, ফোনে বলা হয়েছিল যে, পরিবারের সম্মান রক্ষার্থে পুলিশ তরুণীকে ছেড়ে দিতে চায়। কিন্তু এর জন্য এক লক্ষ টাকা জমা দিতে হবে। ফোন পাওয়ার পর থেকেই মালতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। উদ্বিগ্ন হয়ে তিনি তার পুত্রকে খবর দেন।বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, মেয়েটি কলেজে নিরাপদে রয়েছে। ফোনটি যে ভুয়ো, সে কথা জানা যায়। এই খবর পাওয়ার পরও মালতির অবস্থার উন্নতি হয়নি। মাত্র কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

লোহিত সাগরে হাউথিদের ভয়াবহ হামলা, ব্রিটিশ জাহাজে আছড়ে পড়ল মিসাইল

সহকারী পুলিশ কমিশনার মায়াঙ্ক তিওয়ারি বলেন, “পুলিশের নাম করে কেউ প্রৌঢ়াকে ফোন করেছিলেন। তার কারণে তিনি ভয় পেয়ে যান এবং শারীরিক অবস্থার অবনতি হয়। কন্যা বাড়ি ফিরে আসার ১৫ মিনিটের মধ্যে মালতির মৃত্যু ঘটে।” বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এবং পুলিশ ফোনটির উৎস খতিয়ে দেখছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর