ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর: ED দফতরে জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শনী
কলকাতা ED দফতর সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজির হলেন জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিক।
রেশন দুর্নীতি কান্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মূলত ইডি তাঁদের আদালতে পেশ করা রিমান্ড অ্যাপ্লিকেশন লেটারে দাবি করেছিলেন, মল্লিক পরিবারের ফ্লাইটের টিকিট কেটে দিতেন বাকিবুর রহমান। টিকিট বাতিল হয়ে গেলেও সেই টিকিটের খরচ বহন করতেন বাকিবুর।
এইগুলি সবই রেশান দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য। তাই বাকিবুরের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের ইডি আধিকারিকরা সেই প্রশ্ন আজ করা হতে পারে প্রিয়দর্শিনীকে।
জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থার ডিরেক্টর ছিলেন তার মেয়ে ও স্ত্রী পরবর্তীকালে সেই ডিরেক্টরশীপ ট্রান্সফার হয়ে যায়। এই ব্যাপারে কতটা জানেন প্রিয়দর্শিনী এই প্রশ্ন করা হতে পারে বলে জানা যাচ্ছে।
এমনকি তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কোথা থেকে এল এই প্রশ্ন করা হতে পারে প্রিয়দর্শিনীকে। ইভিএম নিউজ