শর্মিলা চন্দ্র , ১০ মে : আবগারি দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু আম আদমি পার্টির প্রধান নন, এই মামলা গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন আপ-নেতা মন্ত্রী। তবে এই মামলায় এবার ইডি যে চার্জশিট পেশ করতে চলেছে বলে খবর, তাতে গোটা আম আদমি পার্টির জন্য জোর ধাক্কা হতে চলেছে। গোটা আম আদমি পার্টি আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত। এবার এমনই বিস্ফোরক চার্জশিট পেশ করতে চলেছে ইডি। তবে অরবিন্দ কেজরিওয়ালের জামিন সংক্রান্ত মামলার রায়দানের পরই ইডি এই চার্জশিট পেশ করতে পারে বলে খবর। এমনটা হলে প্রথমবার কোনও সর্বভারতীয় দলের বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠবে।
শাসক দল ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা
মাঝ আকাশেই বায়ুসেনার বিমানে আগুন। প্রশিক্ষণ চলাকালীন বিপত্তি! মৃত পাইলট
বিস্ফোরক চার্জশিট পেশ করতে পারে ইডি
উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলার বিষয়টি ২০২২-এ প্রথম প্রকাশ্যে আসে। তারপর থেকে একের পর এক আপ নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছেন। বাদ জাননি আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয় আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআরের কন্যা কে কবিতা। সবমিলিয়ে এই মামাল মোট ১৮ জনকে গ্রেফতার করেছে ইডি। এই পরিস্থিতিতে ইডির চার্জশিট বেশ গুরুত্বপর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল।