ব্যুরো নিউজ, ১০ মে: প্রশিক্ষণ চলাকালীন বাংলাদেশের বায়ুসেনার একটি বিমানে আগুন। মাঝ আকাশেই আগুন লেগে যায় বিমানটিতে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলটের।
আটক ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান
অসাধারণ হার্ডওয়্যার ডিজাইন সহ প্রকাশ্যে এলো KTM 990 RC R মোটর বাইক ! রয়েছে নজরকাড়া সব ফিচারস
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ চট্টগ্রামে ঘটে এই দুর্ঘটনা। প্রশিক্ষণ বিমানটি বিমানে ছিলেন দুই জন পাইলট। প্রশিক্ষণ চলার মাঝেই ঘটে বিপত্তি। সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিমান্তি মাঝ আকাশেই পাক খেতে থাকে। সেই সময়েই বিমানে আগুন লক্ষ করা যায়। এরপরেই বায়ুসেনার বিমানটি নেমে এসে ঝপ করে কর্ণফুলী নদীতে পড়ে যায়।
Bangladesh Air Force has lost one of their finest pilots in an aircraft crash in Chattogram. Squadron Leader Asim Jawaad lost his life in the Yak-130 crash today. #Crash #Airforce #Bangladesh #planespotting #TrendingNow #Fighterplane pic.twitter.com/IgmKXvRjwr
— Md Toriqul Islam (@toriqul_88) May 9, 2024
আছড়ে পড়ার ঠিক আগেই দুই পাইলট প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসলেও শেষ রক্ষা হল না। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশের বায়ুসেনা। এই দুর্ঘটনায় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।