ব্যুরো নিউজ,১২ ফেব্রুয়ারি :ভারতে পা রাখার পর থেকেই একের পর এক অবাক করা কাণ্ড ঘটাচ্ছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। কখনও তিনি ফুটপাথে গান গাইছেন, কখনও বা নাপিতের কাছে গিয়ে চুলে তৈলমর্দন করাচ্ছেন। একদিকে যেমন তিনি ভারতের নানা জায়গায় গান গাইছেন, তেমনি অন্যদিকে স্বাভাবিক জীবনযাপন করে স্থানীয় মানুষের সঙ্গে মিশছেন। এডের এই ধরনের স্বাভাবিক আচরণ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শিলং যাওয়ার পরিকল্পনা পরিবর্তন
এইবার, শিলং যাওয়ার পরিকল্পনা পরিবর্তন করে, এড শিরান চলে আসেন পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে। গায়ক অরিজিৎ সিংহের বাড়িতে গিয়ে তিনি সেখানে কাটান কিছু সময়। জানা গেছে, এড স্কুটিতে চেপে অরিজিৎ সিংহের সঙ্গে পুরো জিয়াগঞ্জ ঘুরে বেড়ান, যার একটি ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে দেখা গেছে, কালো জ্যাকেট এবং রোদচশমা পরে স্কুটিতে রাইড করছেন অরিজিৎ সিংহ, আর তার পিছনে বসে রয়েছেন এড শিরান। এই দৃশ্য দেখতে স্থানীয়রা রাস্তার ধারে ভিড় জমায়।
এড শিরান এর পর গঙ্গায় নৌকাবিহারে যান অরিজিৎ সিংহের সঙ্গে। গঙ্গায় প্রায় ৩০ মিনিট নৌকায় কাটানোর সময় দুজনকেই দেখতে গঙ্গার ধারে জড়ো হন স্থানীয়রা। তাঁদের এই মজাদার সফরের ভিডিওও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে। পরে নৌকাবিহার শেষে দুজনেই ফিরে যান অরিজিৎ সিংহের বাড়িতে।
বুমরাহ ছিটকে যাওয়ায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সম্ভাবনা কি কমে গেল?
জিয়াগঞ্জে ফেরার পথে, রাস্তার ধারে দাঁড়িয়ে এড শিরান দেখতে পান লস্যি বানানো হচ্ছে। এরপর তিনি এক গ্লাস লস্যি চেখে দেখেন এবং তার স্বাদে মুগ্ধ হন। এড শিরানের এই সফর এবং তাঁর অদ্ভুত আচরণ স্থানীয় মানুষদের কাছে ব্যাপক আলোচনা তৈরি করেছে এবং তাঁরা বেশ আনন্দিত হয়েছেন এই তারকার উপস্থিতিতে। এডের ভারত সফর এবং স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়ার ঘটনা নিয়ে খুব দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে।