ব্যুরো নিউজ,২৩ অক্টোবর:হাওড়া জেলার দু জায়গায় রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে ইডির তল্লাশি চলছে। পাঁচলায়, সাত সকালে, রেশন ডিলার লোকনাথ সাহার গোডাউনে অভিযান চালায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।ইডির সদস্যরা সেখানে রেশন দুর্নীতির অভিযোগে তদন্ত করছেন। পাশাপাশি, উলুবেরিয়াতেও আরেকটি রেশন ডিস্ট্রিবিউটরের গোডাউনে তল্লাশি চালাচ্ছে ইডি। উলুবেড়িয়ার রেশন ডিস্ট্রিবিউটরের নাম দীপক ঘোষ।
আধার আপডেটের কাজ শুরু হবে এবার পোস্ট অফিসেও
রেশন দুর্নীতি নির্মূল করা কি সম্ভব হবে?
লোকনাথ সাহার স্ত্রীকে যখন এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি সংবাদমাধ্যমকে রীতিমত হুমকি দেন। গোডাউন থেকে বিপুল সংখ্যক নথি উদ্ধার হয়েছে, যা রেশন দুর্নীতির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। অভিযানের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হয়।
শীতে ঠোঁট ফাটার সমস্যা? ঘরেই তৈরি করুন অর্গ্যানিক লিপ বাম !
এদিকে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি মামলায় এখনো জেলে রয়েছেন। তার পরও এই নতুন হানার প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন তুলছেন, রেশন দুর্নীতি নির্মূল করা কি সম্ভব হবে? ইডির এই অভিযান দেশের বিভিন্ন প্রান্তে রেশন বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।এই পরিস্থিতিতে, রেশন ডিলারদের কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে সরকারের কঠোর পদক্ষেপের ফলে হয়তো এ দুর্নীতি রোধ করা সম্ভব হবে।