ED Office photo

ব্যুরো নিউজ,১২ আগস্ট:ইডির নতুন অধিকর্তা হিসাবে রাহুল নবীকে স্থায়ীভাবে নিয়োগ করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, ইডির অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ শেষ হয়েছে। আর এর পরেই স্পেশাল ডিরেক্টর রাহুল নবীনকে এই পদে নিয়োগ করা হয়।বর্তমানে ভারপ্রাপ্ত ডিরেক্টর রাহুল নবীনের সঙ্গে আইআরএস অফিসার প্রবীণ কুমার ও দৌড়ে আছেন।

প্রয়াত প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং

পদোন্নতি ঘটবে নবীনের ?

আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের ইস্তফা। লিখিত ইস্তফা পত্র চাই, দাবি পড়ুয়াদের।

রাহুল নবীন এর আগে ইডি র সদর দফতরে প্রধান ভিজল্যান্স অফিসার ছিলেন। বর্তমানে ইডির বিশেষ অধিকর্তার পদে  ছিলেন নবীন। মোদি সরকার সঞ্জয় কে ২০২০ সালে ইডির অধিকর্তা পদে নিয়োগ করেছিলেন। তার আগে সঞ্জয় কুমার দিল্লিতে আয়কর দপ্তরের মুখ্য কমিশনার হিসাবে কাজ করেছেন। মোদি সরকা্রের আস্থাভাজন হয়ে ওঠার পর তার মেয়াদ আরো এক বছর বেড়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ই সেপ্টেম্বর দায়িত্ব থেকে সরছেন সঞ্জয়। এরপর তার বদলে ডিরেক্টর পদে নিয়োগ করা হতে পারে নবীন কে।আইন অনুযায়ী, মুখ্য ভিজিল্যান্স কমিশনের নেতৃত্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার ইডির ডিরেক্টর কে নিয়োগ করেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর