ব্যুরো নিউজ, ২৮ মার্চ: গত ১৫ মার্চ আফগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর তাকে রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হলে সাত দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মায়াদ শেষে তাকে ফের আদালতে তোলা হয়। ইডি আইনজীবীর অভিযোগ তদন্তে সহযোগিতা করছেন না কেজরিওয়াল। এরপর তাকে আরও সাতদিনের জন্য হেফাজতে নিতে চায় ইডি। এমনটাই আবেদন জানান ইডি পক্ষের আইনজীবী। এরপরই কেজরিওয়ালকে আগামী ১ লা এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি কাবেরী বাজেওয়া।
‘নেভার গিভ আপ’ নীতিতেই বিশ্বাসী পদ্মরাজন! ভোট ময়দানে ২৩৮ বার হেরেও ফের ভোট ময়দানে
প্রসঙ্গত, আফগারি দুর্নীতি মামলায় দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁকে সরানোর দাবি উঠতে থাকে। সেই দাবিতে দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। আদালতের তরফে জানানো হয়, ইডির হেফাজতে থাকাকালীন বা জেলবন্দি অবস্থায় মুখ্যমন্ত্রী থাকতে সাংবিধানিক কোনও বাধা নেই। তবে আদালত এও জানিয়েছে, এভাবে সরকার চালানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু জটিলতা তৈরি হতে পারে।