ED

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর: ED তল্লাশি নিয়ে বিস্ফোরক মন্তব্য 

রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর বাড়িতে ED তল্লাশি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিক।

বালু ও আপ্তসহায়ককে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভবনা

দেবপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, তাঁরা পারিবারিকভাবে এতটাই বনেদি যে, আলাদা করে জমি কেনার কোনও প্রয়োজনই পড়েনি। তাঁর বাবার মৃত্যুর পর এক ইঞ্চি জমি পরিবারের কেউ কেনেননি। ব্রিটিশ আমলে পরিবারের ওপর অত্যাচার হয়েছিল। বিজেপির আমলেও হচ্ছে।

পাশাপাশি PSC দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও উড়িয়ে দেন তিনি। সরকারি কর্মী না হয়েও PSC-তে সদস্য জ্যোতিপ্রিয়র দাদা দেবপ্রিয় মল্লিক। এক্ষেত্রে মন্ত্রীর বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ওঠে। এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, “যিনি অভিযোগ করছেন, তাঁর তো পড়াশোনা নেই। PSC একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সেটা চালায় কমিশন। সেখানে কোনও ব্যক্তির ভূমিকা নেই। যা কথা বলছেন, তা ভিত্তিহীন।”

ইডি তল্লাশির প্রসঙ্গে দেবপ্রিয় মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, ইডি তল্লাশির নামে বাড়ি তছনছ করা হয়েছে। এমনকি পরিবারের মেয়েদেরও ছাড়া হয়নি। এমনটাই সংবাদ সংস্থা সূত্রে খবর। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর