ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:ব্যস্ত জীবনে পার্লারে যাওয়ার সময় পাওয়া অনেকের জন্যই কঠিন। তবে ত্বকের যত্ন নিতে অবহেলা করলে ত্বক মলিন ও প্রাণহীন হয়ে যেতে পারে। চিন্তার কিছু নেই! বাড়িতেই সহজ উপায়ে ফেসিয়াল করতে পারেন, তাও একদম পার্লারের মতো ফল পাবেন।
ব্রণ দূর করতে মাখুন এই ফলের বীজ! সহজ উপায়ে ফিরে পান ব্রণ বিহীন উজ্জ্বল ত্বক
ফেসিয়ালের ধাপগুলো কীভাবে করবেন?
১️⃣ ক্লিনজিং:
✔️ ফেস ওয়াশের বদলে তুলোয় কাঁচা দুধ নিয়ে মুখ পরিষ্কার করুন।
✔️ এটি ত্বক পরিষ্কার করে ও ময়লা দূর করে।
2️⃣ স্ক্রাবিং:
✔️ ২ টেবিল চামচ কফি, ১ টেবিল চামচ চিনি ও ১ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন।
✔️ মুখ ও শরীরে আলতো হাতে স্ক্রাব করুন, এতে মৃত কোষ দূর হবে।
3️⃣ ম্যাসাজ:
✔️ নিজেই ঘরোয়া ক্রিম তৈরি করুন:
🔹 ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
🔹 ২ চামচ গোলাপ জল
🔹 ১ চা চামচ ল্যাভেন্ডার অয়েল
✔️ গলা থেকে মুখ পর্যন্ত উপরের দিকে ম্যাসাজ করুন।
4️⃣ ফেস প্যাক:
✔️ ২ চামচ বেসন, ১ চামচ দই ও আধ চামচ হলুদ মিশিয়ে প্যাক তৈরি করুন।
✔️ ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
5️⃣ ময়েশ্চারাইজার:
✔️ ফেসিয়ালের পর ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার লাগান।
এভাবেই বাড়িতে মাত্র কয়েকটি সহজ ধাপে ফেসিয়াল করে ত্বকের জৌলুস বজায় রাখতে পারেন!