অফিসে কাজ করে পার্টিতে যাওয়া? তাড়াতাড়ি কিভাবে রেডি হবেন?

ব্যুরো নিউজ,৩১ ডিসেম্বর:বছর শেষে একাধিক জায়গায় চলছে পার্টির প্রস্তুতি। তবে, যদি আপনার অফিসে ছুটি না থাকে, তাহলে অফিস শেষে দেরি না করে পার্টিতে যেতে হবে। হাতে সময় কম, আর তাড়াহুড়োতে মেকআপেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তবে চিন্তা করবেন না, এমন কিছু সহজ টিপস আছে, যা দিয়ে কম সময়ে আপনিও হতে পারেন মোহময়ী।

নিয়মিত যৌনতায় বয়সের ছাপ ধীরে আসে ত্বক হয় উজ্জ্বল জানেন কি?

কি করবেন?


এমন নয় যে, রাতের পার্টির জন্য চড়া মেকআপ করতেই হবে। বরং আপনি আপনার মেকআপ হালকাই রাখতে পারেন এবং বিশেষভাবে চোখের ওপর ফোকাস করতে পারেন। প্রথমেই চোখের তলায় কালির ছাপ থাকলে, কনসিলার দিয়ে ভালো করে সেটি ঢেকে নিন। তারপর চোখে হাইলাইট করার জন্য স্মোকি আই মেকআপ করুন। ব্রাউন বা গ্রে শেডের শ্যাডো ব্যবহার করুন, এবং তা ভালো করে ব্লেন্ড করুন। এরপর, কালো কোল পেনসিল দিয়ে চোখের উপরের পাতায় লাইন টানুন এবং স্মাজ করে দিন। এখন স্মাজারও সহজেই বাজারে পাওয়া যায়, সেগুলি ব্যবহার করতে পারেন। আবার, কাজলের সঙ্গেও স্মাজার থাকে, সেটিও ব্যবহার করতে পারেন।পছন্দ হলে কাজল পেনসিল দিয়ে চোখের উপরের পাতায় একটি সরু থেকে মোটা লাইন টানুন। নীচের পাতায়ও সরু কাজল ব্যবহার করতে পারেন, যাতে একটি সুন্দর লুক আসে। এরপর আইলাইনার লাগিয়ে চোখকে আরও সুন্দর করে তুলুন। শেষমেশ, মাস্কারা লাগাতে ভুলবেন না।

শীতকালে চুলের যত্ন কিভাবে নেবেন? প্রাকৃতিক উপায়ে চুলের স্বাস্থ্য ভালো রাখুন এভাবে

যতটা হালকা বা জমকালো সাজই হোক, বেস মেকআপে কোনো গাফিলতি করলে প্রথম থেকেই গলদ হবে। তাই প্রথমে মুখ পরিষ্কার করে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে তবেই মেকআপ শুরু করুন। পারলে স্ক্রাব করে নিতে পারেন, এতে মেকআপ ভালো বসবে। ফাউন্ডেশন মুখের মাঝের অংশে লাগিয়ে ধীরে ধীরে বাইরের দিকে ব্লেন্ড করুন। ত্বকের দাগছোপ ঢাকার জন্য কনসিলার লাগাতে হবে। কনসিলার ও ফাউন্ডেশন ত্বকের সঙ্গে একেবারে মিশে না যাওয়া পর্যন্ত ধৈর্য ধরে ব্লেন্ড করুন। তারপর পাউডারের সাহায্যে বেস মেকআপ সেট করুন।লিপস্টিকের শেড বাছতে হবে মেকআপ এবং পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে। যদি আই মেকআপে dark ় রঙ ব্যবহার করেন, তাহলে ন্যুড লিপস্টিক ব্যবহার করুন, যাতে লুক ভারী না হয়। আর হালকা বা জমকালো যেকোনো সাজে চুলের সঙ্গেও খেয়াল রাখতে হবে। খোলা চুল সৌন্দর্য বাড়ায়, তবে চাইলে চুল বান করে বা কাঁটা লাগিয়ে নিয়ে যেতে পারেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর