ব্যুরো নিউজ,১৫ জুলাই: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যেকোনো ডিপার্টমেন্টে নয়, একেবারে কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্ডিয়ান রেলওয়েতে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে, এমনটাই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রেল দুর্ঘটনার পরে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়, লোকো পাইলট (Loco Pilot) এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের(Assistant Loco Pilot) সংখ্যা কম থাকার কারণেই তারা পর্যাপ্ত ছুটি এবং বিশ্রাম পান না। আর তার ফলেই ঠিক মতো মনোযোগ দিয়ে তারা নিজের ডিউটি করতে পারেন না। তাই এই ধরনের দুর্ঘটনা। তবে এই বক্তব্য একেবারে উড়িয়ে দিয়েছে পূর্ব রেল। এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, নিয়মিত পদোন্নতির ভিত্তিতে শূন্য পদ পুরন করা হয়ে থাকে। এছাড়াও ইস্টার্ন রেলওয়ে খুব তাড়াতাড়ি ১৫০০০ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরিকল্পনা করেছে।
মন খারাপ?কয়েক মূহুর্তে আপনার মন ভালো করতে পারে হাতের মুঠোফোন
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ নিয়ে প্রেস বিজ্ঞপ্তি:
ভারতীয় রেলওয়ের চাকরিতে নিয়োগ হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) সর্বভারতীয় স্তরে পরীক্ষার মাধ্যমে। এই বিপুল সংখ্যক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের ক্ষেত্রেও আর আর বি সর্বভারতীয় স্তরে পরীক্ষা নিতে পারে বলে জানা যাচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ের মুখপাত্র জানান, আর আর বির মাধ্যমে নিয়মিত সময় পরপর ভারতীয় রেলওয়ে স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ করে থাকে। এলপি এবং এএলপির সংখ্যা অবসর গ্রহণের কারণে স্বাভাবিক নিয়মেই কমেছে। তাদের জায়গায় নিয়োগ করে সেই শূন্য পদ পূরণ করতে চলেছে পূর্ব রেল।
পকেট মানি ইনভেস্ট করুন এই ফান্ডে, সেরা রিটার্ন দিচ্ছে, খুলে যেতে পারে কপাল
ইস্টার্ন রেলের তরফে জানা গিয়েছে, দেশ জুড়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের পরিকল্পনা শুরু হয়েছে। আরআরবির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। যেহেতু লোকো পাইলট এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অবসর গ্রহণের পর শূন্য পদ তৈরি হয়েছে, তাই খুব শীঘ্রই ১৫ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের ঘোষণা হবে বলে পূর্ব রেল সুত্রে জানা গিয়েছে।