অরূপ পাল, ৩০ মার্চঃ রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট ফুটবল টুর্নামেন্টে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল। গত ম্যাচে জামশেদপুর এফসির কাছে ২-৩ গোলে হারের পর বুধবার খুব সহজেই জয় তুলে নেয় ইস্টবেঙ্গল।  মহমেডান স্পোটিংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জয় ২-০ গোলে।

এদিন বারাকপুর স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ লিগের শেষ ম্যাচে প্রথমার্ধে কিছুটা দাপট ছিল মহমেডান স্পোটিংয়ের ফুটবলারদের। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় লাল-হলুদ বাহিনী।  লাল-হলুদ জার্সি গায়ে গোল দুটি করেন নাসিব রহমান ও আমিন ছেত্রী। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পরের পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল।

এই ম্যচে মহমেডানের বিরুদ্ধে ড্র করলেই পরবর্তী পর্বে খেলা নিশ্চিত করতে পারত লাল-হলুদ শিবির। কিন্তু জয় ছিনিয়ে নিয়েই পরবর্তী পর্বে খেলা নিশ্চিত করল ইস্টবেঙ্গল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর